ভারতের জাতীয়তাবোধ বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো।

Arpan

ভারতের জাতীয়তাবোধ বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো।

ভারতের জাতীয়তাবোধ বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান
ভারতের জাতীয়তাবোধ বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান 

ভূমিকা:-

উনিশ শতকে ভারতে জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল। অবশ্য তার আগেও মারাঠা শিখ জাতীয়তাবাদ প্রভৃতি ঘটলেও তা ছিল আঞ্চলিক জাতীয়তাবাদ। পরে সর্বভারতীয় জাতীয় চেতনার সঞ্চার ঘটেছিল যাদের মাধ্যমে তাদের মাধ্যমে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার আনন্দমঠ উপন্যাস

দেশাত্মবোধক সাহিত্য একটি দেশের জাতীয় চেতনা দেশ ভক্তি জাগাতে অন্যতম ভূমিকা নিয়েছিল। এই জাতীয় সাহিত্য সৃষ্টি করে বঙ্কিমচন্দ্র দেশবাসীর মধ্যে এই চেতনা জাগ্রত করেছিল। জাতীয়তাবাদ উন্মেষে তার অবদানের জন্য তাকে জাতীয়তাবাদের ঋষি বলে অভিহিত করা হয়।

গ্রন্থসমূহ:-

ভারত কলঙ্ক, ভারতের স্বাধীনতা পরাধীনতা, বাঙালির ইতিহাস প্রভৃতি প্রবন্ধ গ্রন্থ। এছাড়া কাব্যগ্রন্থ হলো ধর্মতত্ত্ব কৃষ্ণচরিত্র তার বিখ্যাত উপন্যাস হল দেবী চৌধুরানী, দুর্গেশনন্দিনী, আনন্দমঠ প্রভৃতি গ্রন্থের মাধ্যমে তিনি দেশবাসীর মধ্যে জাতীয় চেতনা এবং দেশপ্রেম জাগ্রত করে।

আনন্দমঠ উপন্যাস:-

মূলত 18th শতকের বাংলার ছিয়াত্তরের মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় এই উপন্যাসটি রচিত হয়েছিল।

1. ব্রিটিশ শাসনে দুর্দশার চিত্র:- তিনি এই গ্রন্থে ব্রিটিশ শাসনাধীন পরাধীন ভারতবর্ষের দুর্দশার চিত্র তুলে ধরে ভারতবাসীকে বিদ্রোহের আহ্বান জাগিয়েছিল।

2. বন্দেমাতরম সংগীত:- এই উপন্যাসে দেবী দুর্গার আরাধনে বর্ণিত সংগীতটি দেশ-প্রেমিকাদের কাছে জাতীয় সংগীতঅগ্নিমন্ত্রে পরিণত হয়।

3. সন্তান দল:- এই উপন্যাসের সাহিত্যিক কর্তৃক বর্ণিত সন্তান দলকে দেশমাতার সেবায় নিবেদিত প্রাণ হিসেবে তুলে ধরেছেন। দেশ মাতার জন্য এই সন্তান দলের আত্মত্যাগ দেশবাসীর মনে জাতীয় চেতনার সঞ্চার করেছিল।

4. বিভিন্ন বিপ্লবী সংগঠনের আদর্শ:- পরবর্তীকালে তার এই আদর্শে গড়ে ওঠে বিভিন্ন বিপ্লবী সংগঠন, যেমন- ভবানী মন্দির, অনুশীলন সমিতি, যুগান্তর দল প্রভৃতি। তারা মৃত্যুকে পায়ের ভৃত্য করে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে। হীরেন্দ্রনাথ দত্তের মতে, তিনি হলেন “Real Father of Indian Nationalism”

 আরও জানুন:



Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।