বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা আলোচনা কর।

Arpan

বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা আলোচনা কর।

বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা
বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা

ভূমিকা:-

ঔপনিবেশিক ভারতে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা বিজ্ঞান শিক্ষার বিকাশের লক্ষ্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল কলকাতা বিজ্ঞান কলেজ

প্রতিষ্ঠা:-

বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে বাংলার বিভিন্ন মনীষী স্বদেশী বিজ্ঞান চর্চা বিজ্ঞান শিক্ষার বিকাশের উদ্যোগ নেন। সমকালীন বিশিষ্ট আইনজীবী শিক্ষাদরদী স্যার তারকনাথ পালিত এবং স্যার রাসবিহারী ঘোষ বিজ্ঞান চর্চার জন্য ১৯১৪ খ্রিস্টাব্দে “কলকাতা বিজ্ঞান কলেজ বা University College of Science and Technology” প্রতিষ্ঠা করেন।

পঠন-পাঠন:-

স্যার আশুতোষ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করেন। এখানে স্নাতকোত্তর বিজ্ঞান বিভাগ, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিভাগে পঠন-পাঠন শুরু হয়।

কৃতিত্ব/অবদান/ভূমিকা:-

1. মৌলিক গবেষণা:- এই প্রতিষ্ঠানে গবেষকরা সক্রিয় সহযোগিতার জন্য বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার সুযোগ পান। ফলে বিজ্ঞান চর্চার যথেষ্ট উন্নয়ন ঘটে।

2. খ্যাতনামা শিক্ষক:- আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন, শিশির কুমার মিত্র প্রমূখ শিক্ষক এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। ফলে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে।

3. শিক্ষকের উদ্যোগ:- এই কলেজের বিভিন্ন শিক্ষক দেশ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেমন- বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের যুবসমাজকে সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে স্বনির্ভর হতে উৎসাহিত করেন। এছাড়া বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত থেকে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

4. খ্যাতনামা শিক্ষার্থী:- এই বিজ্ঞান কলেজে বিজ্ঞান সাধনা করে বহু শিক্ষার্থী ভবিষ্যতে বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। এদের মধ্যে অন্যতম হলেন সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্র মুখার্জি প্রমুখ।





Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।