প্রবাদ কাকে বলে? প্রবাদ এর বৈশিষ্ট্য গুলি লেখো?

প্রবাদ কাকে বলে? প্রবাদ এর বৈশিষ্ট্য গুলি লেখো?

প্রবাদ কাকে বলে? প্রবাদ এর বৈশিষ্ট্য গুলি লেখো?

প্রবাদ :

দীর্ঘ অভিজ্ঞতা কে সংক্ষিপ্ত পরিসরে প্রকাশ করা হলে তাকে প্রবাদ বলে।
(A Proverb is a short sentence based on long experience.)

প্রবাদের বৈশিষ্ট্য: 

1। প্রবাদ সংক্ষিপ্ত ও সংহত উচ্চারণ।
2। প্রবাদ প্রখর সমাজ দৃষ্টি ও সামাজিক অভিজ্ঞতা সম্পন্ন হয়।
3। প্রবাদ যেহেতু সমাজ-সংসারের অতিপরিচিত অসাধারণ অভিজ্ঞতাকে প্রকাশ করে তাই প্রবাদের আবেদন সর্বজন গ্রাহ্য।
4। বাচ্যার্থ সামনে এলেও ব্যঞ্জনার্থই প্রকৃত অর্থ।
5। প্রবাদের রচয়িতার নাম জানা অসম্ভব, স্রষ্টার এই নাম হীনতাই প্রবাদ কে নিরপেক্ষ উক্তি দেয়।

    এই চ্যাপ্টারের আরো অন্যান্য প্রশ্নগুলিও দেখুন

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।