ভারতসভার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এবং এর কার্যাবলী গুলি লেখ?

Arpan
ভারতসভার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এবং এর কার্যাবলী গুলি লেখ?

অথবা

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভার প্রতিবাদ আন্দোলন গুলি লেখ?

ভারতসভার প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং কার্যাবলী
ভারতসভার প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং কার্যাবলী 

ভূমিকা:-

কলকাতার অ্যালবার্ট হল 1876 খ্রিস্টাব্দের 26th july সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলী প্রমুখের সহায়তায় ভারতসভা নামে এক রাজনৈতিক সংগঠন গড়ে তোলা হয়।

কর্মসূচি/উদ্দেশ্য:-

  • সমগ্র দেশজুড়ে বলিষ্ঠ জনমত গড়ে তোলা,
  • বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপন,
  • সমাজের সকল স্তরের মানুষকে গণআন্দোলন মুখী করে তোলা,
  • রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য বিভিন্ন জাতি গোষ্ঠীকে একজোট করা।

কার্যাবলী/পদক্ষেপ/প্রতিবাদ:-

1. ICS এর বয়স নিয়ে আন্দোলন:- ব্রিটিশ সরকার ICS পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়স 21 বছর থেকে কমিয়ে 19 বছর করলে, ভারত সভা এর তীব্র প্রতিবাদ করে। তাদের দাবি ছিল এই পরীক্ষায় বসার ঊর্ধ্বতম বয়স ২২ বছর।

2. ভার্নাকুলার প্রেস অ্যাক্টের বিরোধিতা:- লর্ড লিটন এই আইন পাশ করে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদ গুলির নানা বিধিনিষেধ আরোপ করলে ভারত সভা এর তীব্র প্রতিবাদ করে 1878 খ্রিস্টাব্দে।

3. অস্ত্র আইনের বিরোধিতা:- অস্ত্র আইন দ্বারা ব্রিটিশ সরকার ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধ করলে ভারতসভা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন। শেষ পর্যন্ত লর্ড রিপন এই আইন প্রত্যাহার করেন 1881 খ্রিস্টাব্দে।

4. ইলবার্ট বিল আন্দোলন:- লর্ড রিপন এই বিলের দ্বারা ভারতীয় বিচারকদের ইংরেজদের বিচার করার অধিকার দিলে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা এই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সেখানে এই বিলকে সমর্থন করে সুরেন্দ্রনাথ শ্বেতাঙ্গদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলেন।

5. অন্যান্য আন্দোলন:- ভারতসভা প্রতিনিধিত্বমূলক শাসন পরিষদ গঠন, প্রজাস্বত্ব আইন, মদ্যপান বন্ধ করা প্রভৃতির দাবিতেও আন্দোলন চালায়।

6. বঙ্গভঙ্গ আন্দোলন:- 1905 খ্রিস্টাব্দে এই আন্দোলনে ভারতসভা সক্রিয়তা দেখায়। যেমন- স্বদেশী দ্রব্যের ব্যবহার জনপ্রিয় করার উদ্দেশ্য তারা একটি জাতীয় ভান্ডার গড়ে তোলে।

মন্তব্য:-

অবশেষে বলা যায় যে, সুরেন্দ্রনাথ এর নেতৃত্বে ভারতসভা রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার নেতৃত্বে কংগ্রেস সংগঠন অনেক শক্তিশালী হয়ে ওঠে। “A Nation in Making” গ্রন্থে তিনি বলেন- “আমাদের মনে এই চিন্তা কাজ করেছিল যে, এই প্রতিষ্ঠান এক সর্বভারতীয় আন্দোলনের কেন্দ্র হোক

আরও জানুন:


Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।