মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। সংঘবদ্ধতার গোড়ার কথা 1 নম্বরের প্রশ্ন উত্তর।
দশম শ্রেণি ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর | Madhyamik history fourth chapter 1 marks question and answer | Class 10
history fourth chapter 1 marks question answer.
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় 1 নম্বরের প্রশ্ন উত্তর। সংঘবদ্ধতার গোড়ার কথা।
চতুর্থ অধ্যায়:- সংঘব্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
1 নম্বরের প্রশ্ন উত্তর-
1. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহীরা কাকে “ভারত সম্রাট” বলে ঘোষণা করেন?
উত্তর: দ্বিতীয় বাহাদুর শাহকে।
2. ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি?
উত্তর: বঙ্গভাষা প্রকাশিকা সভা (১৮৩৬ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন গৌরীশংকর ভট্টাচার্য)।
3. হিন্দু মেলার অপর নাম কি?
উত্তর: চৈত্র মেলা (হিন্দু মেলা পূর্ব জাতীয় মেলা নামে পরিচিত)।
4. ইলবার্ট বিল কে রচনা করেন?
উত্তর: লর্ড রিপনের আইনসচিব ইলবার্ট (১৮৮২ খ্রিস্টাব্দে)।
5. ভারত মাতা চিত্রটি কে কবে অঙ্কন করেন?
উত্তর: অবনীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ খ্রিস্টাব্দে।
6. আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়?
উত্তর: The Abbey of Bliss. (দীনবন্ধু মিত্রকে উপসর্গ করেছিলেন)
7. আনন্দমঠ উপন্যাসের কোন বাহিনী সীমাহীন আত্মবলিদান এর জন্য প্রস্তুত ছিল?
উত্তর: সন্তান দল।
8. কোন কোন পত্রিকায় গগনেন্দ্রনাথ ঠাকুরকে চিত্রগুলি প্রকাশিত হয়?
উত্তর: মডার্ন রিভিউ, প্রবাসী, বঙ্গবাসী।
9. কোন গ্রন্থটি “স্বদেশ প্রেমের গীতা” নামে পরিচিত?
উত্তর: আনন্দমঠ।
10. আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: সত্যানন্দ।
11. আনন্দমঠ কবে, কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায়।
12. স্বাধীন ভারত সরকার কোন গানটিকে ভারতে জাতীয় স্রোতের মর্যাদা দেয়?
উত্তর: বন্দেমাতরম (১৮৯৬ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গিয়েছিলেন)।
13. রামকৃষ্ণ মিশন ও মঠের মুখপত্রের নাম কী?
উত্তর: উদ্বোধন। ১৮৯৯ খ্রিস্টাব্দের স্বামী বিবেকানন্দ এই পত্রিকা প্রকাশ করেন।
14. “গোরা” উপন্যাসে ব্রিটিশ শাসনের অনুরাগী দুটি চরিত্রের নাম লেখ?
উত্তর: মহিষ ও কৃষ্ণদয়াল।
15. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহীকে “সিপাহী বিদ্রোহ” বলে উল্লেখ করেছেন এমন তিনজন ভারতীয় মনীষীর নাম লেখ?
উত্তর: হরিশচন্দ্র মুখার্জি, অক্ষয় কুমার দত্ত, কিশোরী চাঁদ মিত্র প্রমুখ।
16. সিপাহী বিদ্রোহে ব্রিটিশদের সাহায্য করেছিল এমন কয়েকটি জাতির নাম লেখ?
উত্তর: শিখ, রাজপুত, মারাঠা প্রভৃতি।
17. কোন সময়কে “সভা সমিতির যুগ” বলে অভিহিত করা হয়?
উত্তর: উনবিংশ শতক। (ডঃ অনিল শীল বলেছিলেন)
18. কবে, কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।
19. ভারত সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮৭৬ খ্রিস্টাব্দে ২৬ জুলাই কলকাতার অ্যালবার্ট হল এ।
20. কে সর্বভারতীয় জাতীয় সম্মেলন কে “জাতীয় কংগ্রেসের মহড়া” বলে অভিহিত করেছেন?
উত্তর: ১৮৮৩ খ্রিস্টাব্দে ডঃ অমলেশ ত্রিপাঠী।
21. Bengal School of Art কে কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর।
22. প্রথম কে, কি শিরোনামে “বন্দেমাতরম” সংগীতটির ইংরেজি অনুবাদ করেন?
উত্তর: ১৯০৯ খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ ঘোষ, Mother, I Bow to Thee নামে।
23. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কয়েকটি স্বদেশপ্রেম মূলক গ্রন্থের নাম লেখ?
উত্তর: গোরা, ঘরে বাইরে, চার অধ্যায় প্রভৃতি।
24.গোরা উপন্যাসটি কবে, কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ১৯০৭ থেকে ১৯০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবাসী পত্রিকায়। ১৯১০ খ্রিস্টাব্দে গ্রন্থাগারে প্রকাশিত হয়।
25. কোন রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে অবনীন্দ্রনাথ ভারত মাতা ছবিটি আঁকেন?
উত্তর: ভারতের নবজাগ্রত জাতীয়তাবাদ ও বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে। (১৯০৫ খ্রিস্টাব্দ-১৯১১ খ্রিস্টাব্দ)
26. ভারত মাতা চিত্রটির চার হাতে কি কি জিনিস রয়েছে?
উত্তর: বেদ, ধানের শীষ, জপের মালা ও শ্বেত বস্ত্র।
27. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি গুলির নাম লেখ? তার চিত্রের বিষয়বস্তু কি ছিল?
উত্তর: ছবিগুলি হল অদ্ভুত লেক (১৯১৫ খ্রিস্টাব্দে), বিরূপ (১৯১৭ খ্রিস্টাব্দে), নয়া হুল্লোড় (১৯২১ খ্রিস্টাব্দে), বাকযন্ত্র প্রভৃতি। এর বিষয়বস্তু হল সমাজের ধনী ও অভিজাত শ্রেণীর কাজকর্ম।
28. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা “খল ব্রাহ্মণ” ছবির বিষয়বস্তু কি ছিল?
উত্তর: জনৈক্য ব্রাহ্মণ ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস, মদ ও মহিলা অনুরক্ত।
29. জাতীয় কংগ্রেস কবে, কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৮৮৫ খ্রিস্টাব্দে অ্যালান অট্ট ভিয়ান হিউম, বোম্বাই এ।
30. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে, কোথায় হয়? কে সভাপতিত্ব করেন?
উত্তর: বোম্বাইয়ে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। এর সভাপতিত্ব করেন ড: উমেশ চন্দ্র ব্যানার্জি।
31. সিপাহী বিদ্রোহ আরম্ভ হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর: লর্ড ক্যানিং।
32. ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তিনি কোথায় মারা যান?
উত্তর: ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি সিপাহী বিদ্রোহে অংশগ্রহণের অপরাধে ইংরেজ কর্তৃক রেঙ্গুনে নির্বাচিত হন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
33. নানা সাহেব কে ছিলেন?
উত্তর: পেশোয়া দ্বিতীয় বাজীরাও এর দত্তক পুত্র ধন্ধপন্থই নানা সাহেব নামে পরিচিত। তিনি সিপাহী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যই স্মরণীয়। তিনি কানপুরে বিদ্রোহ পরিচালনা করেন।
34. তাতিয়া টোপি কে ছিলেন?
উত্তর: তিনি ছিলেন স্বদেশপ্রেমী মারাঠি ব্রাহ্মণ। তার প্রকৃত নাম রামচন্দ্র পান্ডুরঙ্গ টোপি। মধ্যভারত তার নেতৃত্বে বিরোধী সিপাহীদের গোয়ালিয়র রেজিমেন্ট দৃঢ়তার সঙ্গে ইংরেজদের মোকাবিলা করেছিল পরে তিনি নানা সাহেব ও ঝাঁসী রানী লক্ষ্মীবাঈ এর সঙ্গে মিলিতভাবে যুদ্ধ করেন। অবশেষে বিদ্রোহের অপরাধে ইংরেজগণ ফাঁসি দিয়ে তার জীবন অবসান ঘটান ১৮৫৯ খ্রিস্টাব্দে।
35. সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল এবং কে নেতৃত্ব দেন?
উত্তর: সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল ব্যারাকপুরে এবং এই বিদ্রোহকে নেতৃত্ব দেন মঙ্গল পান্ডে।
36. মঙ্গল পান্ডে কে ছিলেন?
উত্তর: বেঙ্গল আর্মির একজন সিপাহী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রথম প্রতিবাদ করেছিলেন এবং ফাঁসিতে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন পরাধীন ভারতের প্রথম শহীদ।
37. মহাবিদ্রোহের সময় দুজন ইংরেজ সেনাপতির নাম লেখ?
উত্তর: জন লরেন্স, হ্যাভলক, হিউরোজ, ক্যাম্বেল প্রমুখ।
38. সিপাহীদের সমুদ্রযাত্রায় আপত্তি ছিল কেন?
উত্তর: হিন্দু ধর্মের কুসংস্কার আছে যে সমুদ্রযাত্রা অর্থাৎ কালাপানি পার করলে জাত নাশ হয়। সমুদ্রযাত্রায় জাতি নাশের আশঙ্কা ছিল হিন্দু সিপাহীদের আপত্তির কারণ।
39. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কেন স্মরণীয়?
উত্তর: তিনি সিপাহী বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। ব্রিটিশ সরকার দখল করতে চাইলে লক্ষীবাঈ বিদ্রোহ ঘোষণা করেন। এই জন্য তিনি স্মরণীয়।
40. কোন আইনের মাধ্যমে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটানো হয়?
উত্তর: Act for the better government of India (1858 খ্রিস্টাব্দে 1st নভেম্বর)।
41. মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশ করা হয়?
উত্তর: 1858 খ্রিস্টাব্দের 1st নভেম্বর প্রকাশিত করা হয়।
আরও জানুন: