WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

ভারতে জাতীয়তাবাদ বিকাশে হিন্দু মেলার বা চৈত্র মেলার ভূমিকা লেখ।

ভারতে জাতীয়তাবাদ বিকাশে হিন্দু মেলার বা চৈত্র মেলার ভূমিকা লেখ।


ভূমিকা:

 ভারতের জাতীয় জীবন ও তার রাজনৈতিক চিন্তাচেতনা জাগরনে চৈত্র মেলা বা হিন্দু মেলা বিশেষ স্থান অধিকারী। ব্রিটিশ শাসিত ভারতে জাতীয়তাবাদ উন্মেষের এই মেলায় বিশেষ প্রশংসার দাবিদার।

হিন্দু মেলার সদস্য: 

এই মেলার সঙ্গে যুক্ত সহযোগী সদস্য ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, রাজনারায়ণ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।

প্রতিষ্ঠাতা বা স্থান: 

১৮৬৭ খ্রিস্টাব্দে কলিকাতার চিৎপুরে নরসিংহ চন্দ্র বাহাদুরের বাগানবাড়িতে চৈত্র মেলা প্রতিষ্ঠিত হয়। মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র এবং প্রথম সম্পাদক হন গগনেন্দ্রনাথ ঠাকুরসহসম্পাদক ছিলেন নবগোপাল নিজেই।

নামকরণ:

চৈত্র মেলা: কথিত যে চৈত্র মাসের সংক্রান্তিতে প্রতিবছর এই মেলা বসতো বলে এই মেলার নামকরণ। এই মেলাতে কবি, সাহিত্যিকদের নানাভাবে সম্মানিত করা হতো।

হিন্দু মেলা: এই মেলার সংগঠকদের সকল সদস্যই হিন্দু ছিল বলে হিন্দু মেলার নামে নামাঙ্কিত। আবার এই মেলা জাতীয় মেলা নামে পরিচিত ছিল।

উদ্দেশ্য:

Dr. মজুমদার এই মেলার প্রধান তিনটি উদ্দেশ্য কে চিহ্নিত করেছেন,____
 
(১) শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের অতীত ও ঐতিহ্য গৌরব গাঁথার জাতীয় ভাবে প্রসার ঘটানো।
(২) হিন্দুদের মধ্যে আত্মনির্ভরশীলতার মনোভাব গঠন।
(৩) ভারতবাসীদের মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি করা।

      গগনেন্দ্রনাথ ঠাকুর বলেন,____“আমাদের এই মিলন সাধনার ধর্ম-কর্মের জন্য নয়। কোন বিষয়ে সুখের জন্য নয়, আমোদপ্রমোদ নয় তা কেবল স্বদেশের জন্য, ভারতের জন্য"।

কর্মসূচি:

 এই মেলার কর্মসূচির মধ্যে ছিল লাঠি খেলা, তলোয়ার খেলা প্রদর্শনী, দেশাত্ব মূলক সংগীত পরিবেশন, বক্তব্য দান ইত্যাদি। এগুলির মধ্যে দিয়ে বিভিন্ন উপায়ে জনগণকে দেশ আনুরাগে উদ্দীপিত করা হতো।

বৈশিষ্ট্য:

(১) এই রাজনৈতিক সংগঠনটির সকলেই ছিল হিন্দু।
(২) হিন্দু জাতির আদর্শে দেশবাসীকে দেশপ্রেমে জাগরিত করা হতো।
(৩) এই মেলায় স্বরচিত কবিতা ও গান পরিবেশিত হত।

গুরুত্ব: 

অনেকেই এই মেলাকে সাম্প্রদায়িক বলে মনে করলেও বাস্তবে তা নয়। National paper_এর উল্লিখিত যে হিন্দু, মুসলিম, পারসিক, খ্রিস্টান সকল ভারতীয় এক জাতীয়তায় বিশ্বাসী।
     _______এই মেলায় জাতীয় আন্দোলনের দার সবার জন্য খুলে দিতে গান পরিবেশন করেন,_____“মিলে সবে ভারত সন্তান গাও ভারতের জয় গান"।

মন্তব্য: উপাত্তের বলা সঙ্গত হবে যে, হিন্দু মেলা বাঙালির মনে ঐক্য ও আত্মনির্ভরতার বীজ বপনে সক্ষম হয়েছিল। স্বদেশবাসীর অন্তরে স্বজাত্যবোধ, সম্রুদ্ধি বৃত্তি, উন্মেষ অনে তাই এই মেলার গুরুত্ব আজও অম্লান।

আরো দেখুন :
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url