WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

নব্য বঙ্গ বা ইয়ংবেঙ্গলদের কার্যকলাপ সংক্ষেপে লেখ।

নব্য বঙ্গ বা ইয়ংবেঙ্গলদের কার্যকলাপ সংক্ষেপে লেখ।


ভূমিকা: 

হিন্দু কলেজে তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও পাশ্চাত্যের যুক্তিবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে বাংলার তরুণ বুদ্ধিজীবীদের একাংশ যে উগ্র সংস্কারপন্থী প্রগতিশীল আন্দোলন শুরু করেন তা নব্য বঙ্গ নামে পরিচিত।

প্রতিষ্ঠাতা:
 নব্য বঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা বা প্রাণপুরুষ ছিলেন ডিরোজিও।

সদস্য: 

নব্য বঙ্গের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে ছিলেন দক্ষিণা রঞ্জন মুখোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, রশি কৃষ্ণ মল্লিক প্রমুখ। ডিরোজিও তার ছাত্রের মধ্যে স্বাধীন যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটানোর জন্য অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন (১৮২৭ খ্রিস্টাব্দে)।

 কার্যাবলী আন্দোলন

(A) সামাজিক সংস্কার: 

(১) নব্য বঙ্গীয় দের প্রধান লক্ষ্য ছিল সমাজে চলে আসা নানা কুসংস্কার, নারী নির্যাতন, দাসী প্রথা, জাতিভেদ প্রথা ইত্যাদির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথম আন্দোলন গড়ে তোলেন।
(২) সমাজে সতীদাহ প্রথা রোধ ও বিধবা বিবাহ বিবাহ আইন প্রবর্তন।
(৩) স্ত্রী শিক্ষার প্রসার ঘটানো।

(B) অর্থনৈতিক সংস্কার: 

(১) অর্থনৈতিক সংস্কার আন্দোলনের দিক ছিল ব্রিটিশ উপনিবেশ শাসনের অবসান ঘটে ভারতের শিল্প স্থাপনের দাবী সেই সঙ্গে চিরস্থায়ী কৃষকের অবনতির প্রতিকার।
(২) মরিসাসে ভারতীয় শ্রমিকদের ওপর ইংরেজদের অত্যাচার বন্ধ করা।

(C) ধর্মীয় দিক
নব্য বঙ্গীয় ধর্মের কুসংস্কার, লোকাচার ও ধর্মীয় রক্ষণশীলতায় বিরুদ্ধে আনীত আক্রমণ করেন। সদস্য রশি কৃষ্ণ মল্লিক প্রকাশ্য আদালতে বলে ওঠেন____
                 “I dont belive in dacredness of the Ganges"
আবার কোনো কোনো সদস্য বলে উঠেন কালীঘাটের মা কালী কে_____
          “Good morning Medam"
আবার কেউ কেউ ধর্মের বিভেদের বিরুদ্ধে বলে ওঠেন,____“আমি গরু খাই গো গরু খাই"

(D) রাজনৈতিক দিক

তাদের রাজনৈতিক আন্দোলনের দিকের মধ্যে ছিল____
  
(১) উপনিবেশিক শাসনের অবসান।
(২) পুলিশের ব্যাপক দুর্নীতি বন্ধ করা।
(৩) বিপ্লবী চিন্তাধারার বিকাশ ঘটিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করা।

অন্যান্য দিক:
 তাদের অন্যান্য আন্দোলনের মধ্যে ছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণ না করা, জুরি প্রথা অবসান, আদালতে ইংরেজি ভাষা পরিবর্তন ইত্যাদি।

মূল্যায়ন: সুতরাং নব্য বঙ্গীয় দের কার্যকলাপ ছিল প্রগতিশীল স্বীকার্য কিন্তু অতি উগ্রতার জন্য তারা সমাজকে ভেঙ্গে কি করতে চেয়েছেন বা মানুষের বোধগম্য না হওয়ার অনেকে তাদের আন্দোলনে কোনো অর্থ খুঁজে পাইনি আবার কেউ অভিযোগ করেন___A Genarel with out fathers and childern

এই প্রশ্নগুলো দেখতে পারেন :
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url