WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

ভূমির পুনর্যৌবন লাভের উপায় গুলি কি কি ?

ভূমির পুনর্যৌবন লাভের উপায় গুলি কি কি ?

সংজ্ঞা :

সমুদ্রপৃষ্ঠের পতন বা অন্য কোনো প্রাকৃতিক কারণে নদীর ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেলে নদী তখন ঐ পুরনো ভু-ভাগকে নতুন উদ্যমে নিম্ন থেকে ক্ষয় করতে শুরু করে, এই পর্যায়কে ভূমির পুনর্যৌবন বলে।

নদীর পুনর্যৌবন লাভের উপায়

ভূমিরূপের পুনর্যৌবন লাভ তিনভাবে ঘটে । যথা --

১. গতিময় পুনর্যৌবন লাভ :

মহিভাবক আলোড়নের ফলে ভূমিভাগ বেঁকে বা হেলে উত্থিত হলে তাকে গতিময় পুনর্যৌবন লাভ বলে।

পদ্ধতি :
ডেভিসের মতে ইহা তিনভাবে সম্পন্ন হয় -

A. সম-উত্থান
B. মৃদু হেলানো উত্থান
C. খিলান আকৃতির উত্থান

২. ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ :

পৃথিবী ব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন ঘটলে তাকে ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ বলে।

পদ্ধতি :
ইহা প্রধানত দুটি কারণে হয় --

A. ভু-আলোড়ন : ভূ আলোড়নের ফলে সমুদ্রবক্ষ বসে গিয়ে জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায় ও সমুদ্র পৃষ্ঠ নিচে নেমে যায়।

B. হিমবাহের প্রভাব : হিমযুগে সমুদ্রের জল বাষ্পীভূত হওয়ার পর তা ঘনীভূত হয়ে তুষার রূপে সঞ্চিত হয়, এর ফলে সমুদ্রের জলের পরিমাণ কমে যায়, সমুদ্রের জলের অবনমন ঘটে।

৩. স্থিতিশীল পুনর্যৌবন লাভ :

ভূমির উত্থান বা সমুদ্রপৃষ্ঠের অবনমন ছাড়াই অন্য কোনো কারণে নদীর নিম্ন ক্ষয় বৃদ্ধি পেয়ে পুনঃযৌবন ঘটলে তাকে স্থিতিশীল পুনযৌবন লাভ বলে।

পদ্ধতি :
ইহা তিনটি পদ্ধতিতে ঘটে --

A. নদীর বোঝা হ্রাস : নদীর বোঝা কমে গেলে নদী নিম্ন ক্ষয় করতে শুরু করে, ফলে ভূমির পুনঃযৌবন চিন্হ ফুটে ওঠে।

B. নদী গ্রাস : মস্ত ক্ষয়ের ফলে কোনো শক্তিশালী নদী অন্য কোনো নদীকে গ্রাস করলে নদীটির প্রবাহ বা গতিবেগ বেড়ে গিয়ে নিম্ন ক্ষয় করতে শুরু করে।

C. জলবায়ুর পরিবর্তন : কোনো নদী অববাহিকায় মরু জলবায়ু থেকে আদ্র জলবায়ুতে পরিণত হলে অত্যধিক বৃষ্টিপাতের মাধ্যমে নদী নিম্ন ক্ষয় করতে শুরু করে।

আরো দেখুন :
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url