ভূমির পুনর্যৌবন লাভের উপায় গুলি কি কি ?

ভূমির পুনর্যৌবন লাভের উপায় গুলি কি কি ?

সংজ্ঞা :

সমুদ্রপৃষ্ঠের পতন বা অন্য কোনো প্রাকৃতিক কারণে নদীর ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পেলে নদী তখন ঐ পুরনো ভু-ভাগকে নতুন উদ্যমে নিম্ন থেকে ক্ষয় করতে শুরু করে, এই পর্যায়কে ভূমির পুনর্যৌবন বলে।

নদীর পুনর্যৌবন লাভের উপায়

ভূমিরূপের পুনর্যৌবন লাভ তিনভাবে ঘটে । যথা --

১. গতিময় পুনর্যৌবন লাভ :

মহিভাবক আলোড়নের ফলে ভূমিভাগ বেঁকে বা হেলে উত্থিত হলে তাকে গতিময় পুনর্যৌবন লাভ বলে।

পদ্ধতি :
ডেভিসের মতে ইহা তিনভাবে সম্পন্ন হয় -

A. সম-উত্থান
B. মৃদু হেলানো উত্থান
C. খিলান আকৃতির উত্থান

২. ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ :

পৃথিবী ব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতার পরিবর্তন ঘটলে তাকে ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ বলে।

পদ্ধতি :
ইহা প্রধানত দুটি কারণে হয় --

A. ভু-আলোড়ন : ভূ আলোড়নের ফলে সমুদ্রবক্ষ বসে গিয়ে জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায় ও সমুদ্র পৃষ্ঠ নিচে নেমে যায়।

B. হিমবাহের প্রভাব : হিমযুগে সমুদ্রের জল বাষ্পীভূত হওয়ার পর তা ঘনীভূত হয়ে তুষার রূপে সঞ্চিত হয়, এর ফলে সমুদ্রের জলের পরিমাণ কমে যায়, সমুদ্রের জলের অবনমন ঘটে।

৩. স্থিতিশীল পুনর্যৌবন লাভ :

ভূমির উত্থান বা সমুদ্রপৃষ্ঠের অবনমন ছাড়াই অন্য কোনো কারণে নদীর নিম্ন ক্ষয় বৃদ্ধি পেয়ে পুনঃযৌবন ঘটলে তাকে স্থিতিশীল পুনযৌবন লাভ বলে।

পদ্ধতি :
ইহা তিনটি পদ্ধতিতে ঘটে --

A. নদীর বোঝা হ্রাস : নদীর বোঝা কমে গেলে নদী নিম্ন ক্ষয় করতে শুরু করে, ফলে ভূমির পুনঃযৌবন চিন্হ ফুটে ওঠে।

B. নদী গ্রাস : মস্ত ক্ষয়ের ফলে কোনো শক্তিশালী নদী অন্য কোনো নদীকে গ্রাস করলে নদীটির প্রবাহ বা গতিবেগ বেড়ে গিয়ে নিম্ন ক্ষয় করতে শুরু করে।

C. জলবায়ুর পরিবর্তন : কোনো নদী অববাহিকায় মরু জলবায়ু থেকে আদ্র জলবায়ুতে পরিণত হলে অত্যধিক বৃষ্টিপাতের মাধ্যমে নদী নিম্ন ক্ষয় করতে শুরু করে।

আরো দেখুন :
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.