ক্ষয়চক্রের ব্যাঘাত বা বাধা কাকে বলে?

ভূমিরূপ বিজ্ঞানী ডেভিসের মতে কোন স্বাভাবিক ক্ষয়চক্র চলাকালীন যেকোনো পর্যায়ে ভূমিরূপ এর বিবর্তন সম্পূর্ণভাবে শেষ হওয়ার পূর্বে কোন প্রাকৃতিক শক্তি দ্বারা বাধা প্রাপ্ত হলে তাকে ক্ষয়চক্রের ব্যাঘাত বলে।

" Any type of obstacle in the normal process of cycle of croatian is could interruption of cycle "

শ্রেণীবিভাগ :
এই বাধার ফলে ভূপৃষ্ঠে দু ধরনের পরিবর্তন হয় যেমন --
1. ধনাত্মক পরিবর্তন - এর ফলে সমুদ্রপৃষ্ঠের আপেক্ষিক উত্থান ঘটে।
2. ঋণাত্মক পরিবর্তন - এর ফলে সমুদ্রপৃষ্ঠের আপেক্ষিক পতন ঘটে।
Next Post Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel