WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে কোন কোন বিষয়ের ইতিহাস জানা যায়।

গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে কোন কোন বিষয়ের ইতিহাস জানা যায়।


ভূমিকা:

 জনসচেতনতা ও জাতীয়তাবাদ বিকাশে উনিশ শতকে কাঙ্গাল হরিনাথ ওরফে হরিনাথ মজুমদার সম্পাদিত গ্রামবার্তা পত্রিকার গুরুত্ব নিম্নলিখিত --

প্রকাশকাল:
 ১৬৬৩খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে এই পত্রিকা প্রথম প্রকাশিত হয়। প্রথমে মাসিক পত্রিকা হিসাবে প্রকাশিত হলেও পরে পত্রিকাটি পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকা তে পরিণত হয়।

নামকরণ: 
সুতরাং জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রাম ও গ্রামবাসীদের দুরাবস্থার বিবরণ তুলে ধরে প্রকাশের জন্য প্রতিকার এরূপ নামকরণ, এই পত্রিকার একটি ব্যতিক্রমী পত্রিকা হিসেবে চিহ্নিত।

বিষয়বস্তু:

(১) সরকারের শোষণ: 
বাংলার দরিদ্র জনসাধারণের ওপর ব্রিটিশ সরকারের শোষণ ও অত্যাচারে দুর্বিষহ জীবন চিত্র তিনি তার ওই পত্রিকায় তুলে ধরেন।

(২) নীলকরদের অত্যাচার
কাঙাল হরিনাথ নীলকুঠিতে কিছুদিন কাজ করার সময় কৃষকদের ওপর নীলকরদের ও মানসিক অত্যাচারের বিষয়টি স্বচক্ষে দেখেন এবং তার পত্রিকায় প্রকাশ করেন।

(৩) জমিদারদের শোষণ:

 বাংলার জমিদার জোরদার মহাজন' প্রমুখের সুজন অত্যাচার সাধারণ বাঙালি সমাজে কিরূপ দুর্দশার সৃষ্টি করেছিল তা ওই পত্রিকার ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

(৪) পুলিশি নিষ্ক্রিয়তা: 
নীলকর জমিদার ও মহাজনদের অত্যাচার এর বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ করে কোন প্রতিকার মিলত না বরং অভিযোগকারীরা কিভাবে পুলিশের হাতে নিগৃহীত হতো তার বর্ণনা পত্রিকার তুলে ধরেছেন।

(৫) প্রজাদের সমর্থন:
১৮৭৬ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে প্রজাবিদ্রোহ শুরু হয়। এই পত্রিকা প্রজাদের লক্ষণে ১৮৭৬ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের সময় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পত্রিকাটি পীড়িত মানুষের পক্ষ নিয়ে প্রতিবাদে সোচ্চার হোন।

(৬) অন্যান্য বিষয়:

 (১) তার এই পত্রিকায় সাহিত্য দর্শন ও বিজ্ঞানের বিষয় নিয়েও লেখালেখি হতো।
(২) বিপ্লবীদের শপথ ও বীরগাথা কাহিনী নিয়ে আলোচনা।
(৩) লালন ফকিরের গান ও এই পত্রিকায় প্রকাশিত হতো।

মূল্যায়ন: সুতরাং গ্রামবার্তা পত্রিকার মধ্য দিয়ে সম্পাদক হরিনাথ মজুমদার ব্রিটিশ সরকার, মহাজনদের শোষণ ও অত্যাচারের দিকটি তুলে ধরে সচেতনতা বৃদ্ধি করতে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।

আরো দেখুন :
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url