WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি ?

পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? | Class 10 History Suggestions


ভূমিকা:
            ইতিহাসের যে শাখা পরিবেশের প্রকৃতি, প্রভাব, সমস্যা ও পরিবর্তনের ধারা ব্যাখ্যা করে তাকে পরিবেশের ইতিহাস বলে।
 
   (১) পরিবেশ ইতিহাস চর্চার লক্ষ্য:
         মানবসমাজের উপযোগী পরিবেশ গড়ে তোলা ও তাকে রক্ষা করা।
          পরিবেশের সুসংগত ভারসাম্য বজায় রাখা।

  (২) পরিবেশ আন্দোলনের সূচনা:
         ১৯৬০ এর দশক থেকে পরিবেশ আন্দোলনের সূচনা হয় প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে এই ইতিহাস চর্চা শুরু হয়।

  (৩) ভারতে আন্দোলন:
       আমাদের দেশে পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয় ১৯৭০ এর দশকে সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে চিপকো আন্দোলন কে কেন্দ্র করে।

    (৪) পরিবেশ চর্চার আলোচ্য বিষয়:
                পরিবেশ ইতিহাস চর্চার আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে পরিবেশ-প্রকৃতি , বাস্তুতন্ত্র , আবহাওয়া বিজ্ঞান, বনাঞ্চল ইত্যাদি।

(৫) আলোচিত গ্রন্থ:
      পরিবেশ ইতিহাস চর্চায় আলোচিত গ্রন্থের মধ্যে রয়েছে। ঐতিহাসিক ইরফান হাবিব এর “মানুষ ও পরিবেশ, ভারতের বাস্তুতান্ত্রিক ইতিহাস, অধ্যাপক সব্যসাচী চ্যাটার্জী পরিবেশ বাঁচানোর ইতিহাস সমিত করেন, বিপন্ন পরিবেশ: বিপন্ন মানুষ, রিচার্ড গ্রোভ এর গ্রীন এরিয়াল ইম্পেরিয়ালিজম ও রাচেল কার্শনের The silent speing"।

 (৬) পরিবেশ রক্ষায় উপজাতীয় শ্রেণি:
            ঔপনিবেশিক শাসনে ভারতের প্রাকৃতিক পরিবেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অরণ্য সংরক্ষণের নামে ব্রিটিশরা উপজাতি মানুষদের অধিকার খর্ব করেছে। তাই প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও জন্মগত অধিকার ফিরে পাওয়ার জন্য সাঁওতাল, মুন্ডা ও রম্পা উপজাতীয় মানুষেরা বারবার বিদ্রোহ করেছে।

 মূল্যায়ন:
       সুতরাং বলা সংগত হবে যে পরিবেশ ইতিহাস ভারতের প্রাচীন যুগে সংস্কৃতির ইতিহাসের ধারণা প্রদান করে। এছাড়া আধুনিককালে নগরায়ন, শিল্প বিপ্লবের ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাসের ধারণা পেতে পরিবেশের ইতিহাস চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো জানুন :
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url