জীববৈচিত্র্য বিনাশের কারণ ও প্রভাব আলোচনা করো (Causes and Effect of Loss of Biodiversity)।

Arpan

জীববৈচিত্র্য বিনাশের কারণ ও  প্রভাব আলোচনা করো (Causes and Effect of Loss of Biodiversity)। 

বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর ভূগোলের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে।  আজকের প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য বিনাশের কারণ ও  প্রভাব আলোচনা করো (Causes and Effect of Loss of Biodiversity)। 

এটি [YEAR] মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি আমার খুবই উপকার করেছে। তো বন্ধুরা তাই বলছি আপনারাও এই প্রশ্নের উত্তরটি অনুসরণ করুন অবশ্যই। যদি আপনার উত্তরটি ভালো লেগে থাকে তাহলে আপনি সেভ করে রাখতে পারেন এবং বাকি বন্ধুদের share করতে পারেন।

জীববৈচিত্র্য

জীববৈচিত্র্য (Biodiversity) বলতে বুঝায় পৃথিবীতে বিদ্যমান সব রকমের জীবের বৈচিত্র্য বা নানা রকমতা। এটি জীবজগতের সমৃদ্ধি এবং ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জীববৈচিত্র্যকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়:

[1] প্রজাতিগত বৈচিত্র্য (Species Diversity): পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির জীব রয়েছে — যেমন মানুষ, পশু-পাখি, মাছ, গাছপালা, ছত্রাক ইত্যাদি। এই সব প্রজাতির সংখ্যাগত ও প্রকারগত বৈচিত্র্যই প্রজাতিগত বৈচিত্র্য।

[2] জেনেটিক বৈচিত্র্য (Genetic Diversity): একই প্রজাতির মধ্যেও জিনগত (DNA ভিত্তিক) পার্থক্য থাকে। যেমন, সব মানুষ এক প্রজাতির হলেও চেহারা, বুদ্ধি, রঙ, উচ্চতা ইত্যাদিতে পার্থক্য থাকে। এই জিনগত পার্থক্যই জেনেটিক বৈচিত্র্য।

[3] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য (Ecosystem Diversity): পৃথিবীতে বিভিন্ন পরিবেশ বা বাস্তুতন্ত্র আছে — যেমন বন, মরুভূমি, নদী, সাগর, পাহাড়, পুকুর ইত্যাদি। এসব বাস্তুতন্ত্রে ভিন্ন ভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদ বাস করে এবং একে অপরের সঙ্গে নির্ভরশীল। এই পার্থক্য ও পারস্পরিক সম্পর্ককে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।

জীববৈচিত্র্য বিনাশের কারণ (Causes of Loss of Biodiversity)

প্রজাতি বিলুপ্তি নতুন প্রজাতি সৃষ্টি, প্রজাতি বিবর্তনের একটি প্রাকৃতিক পদ্ধতি।জীববৈচিত্র্য বিনাশের ভারসাম্য রক্ষিত হয় নতুন প্রজাতি সৃষ্টির মাধ্যমে। কিন্তু বর্তমানে মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে অধিক হারে জীব প্রজাতির বিনাশ লক্ষ্য করা যায়। জীববৈচিত্র্য বিনাশের কারণগুলিকে মূলত দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা

[1] প্রাকৃতিক কারণ (Natural Causes),  [2] মনুষ্যসৃষ্ট কারণ (Man Made Causes)

[1] প্রাকৃতিক কারণ (Natural Causes)

প্রাকৃতিক যেসমস্ত কারণে জীববৈচিত্র্যের বিনাশ ঘটে সেগুলি হল-

[i] জলবায়ুর পরিবর্তন: পৃথিবীর বিভিন্ন যুগে বিভিন্ন জলবায়ু আবহাওয়ার পরিবর্তন জীববৈচিত্র্য বিনাশের অন্যতম প্রধান কারণ। কার্বোনিফেরাস প্রিস্টোসিন যুগে সমগ্র পৃথিবী বরফাবৃত থাকার ফলে অনেক প্রজাতির বিনাশ ঘটেছে।

[ii] অগ্ন্যুৎপাত: অগ্ন্যুৎপাতের ফলে যে লাভা প্রবাহের সৃষ্টি হয় সেই লাভার মধ্যে অসংখ্য প্রাণী উদ্ভিদ ঢাকা পড়ে মারা যায়, যার ফলে অসংখ্য প্রজাতির বিলুপ্ত ঘটে। যেমন-ক্রিটেসিয়াস যুগে অগ্ন্যুৎপাতের ফলে অসংখ্য প্রজাতির বিনাশ ঘটে।

[iii] বন্যা, খরা মহামারি: পৃথিবীর বুকে বিভিন্ন সময়ে বন্যা, খরা বা মহামারির সৃষ্টি হলে বাস্তুতান্ত্রিক স্বাভাবিক ভারসাম্য ব্যহত হয়। এর ফলে বহু প্রজাতির বিনাশ ঘটে।

[2] মানুষ্যসৃষ্ট কারণ (Man Made Causes)

[i] বৃক্ষচ্ছেদনঅত্যাধিক হারে বৃক্ষচ্ছেদনের ফলে উদ্ভিদ জীবজন্তুর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। বিশেষ বিশেষ বৃক্ষ বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল। সেই জন্য বৃক্ষচ্ছেদনের ফলে সেই প্রজাতিগুলোর বিলুপ্তি ঘটছে।

[ii] পরিবেশ দূষণ: পরিবেশগত দূষণের (জল, মৃত্তিকা, বায়ুদূষণ) ফলে পৃথিবী থেকে প্রতি বছর প্রজাতি বিলুপ্তির পথে এগোচ্ছে। যেমন-দামোদর নদ বর্তমানে একটি জৈবিক মরুভূমিতে পরিণত হয়েছে (Biological Desert) | নরওয়ে সুইডেনে অত্যধিক হারে দূষণের ফলে হ্রদের মধ্যেকার বহু প্রজাতি আজ অদৃশ্য। সেই কারণে এই ধরনের হ্রদগুলিকে মৃত হ্রদ বা Dead Lake বলে। আমেরিকা ইউরোপের দেশগুলিতে অত্যধিক হারে অম্লবৃষ্টির ফলে হ্রদের জীববৈচিত্র্য বিনাশ ঘটে। তাই এই দেশগুলিতে অম্ল বৃষ্টিকে হ্রদঘাতক বা 'Lake Killars' বলে।

জীববৈচিত্র্য বিনাশের কারণ (Causes of Loss of Biodiversity)
জীববৈচিত্র্য বিনাশের কারণ (Causes of Loss of Biodiversity)

[iii] চোরাশিকার: অত্যধিক হারে চোরাশিকারের কারণে বহু প্রাণীর মৃত্যু ঘটে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় রাজস্থানের সরিস্কা অভয়ারণ্যে অত্যধিক চোরাশিকারের কারণে পুরোপুরিভাবে বাঘ বিলুপ্ত হয়ে গিয়েছে।

[iv] কৃষি বাসভূমির সম্প্রসারণ: অধিক মাত্রায় অরণ্য ধ্বংস করে কৃষি জমির সম্প্রসারণ ঘটছে। এছাড়াও উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমি পরমে করে বসবাসের জন্য বাড়িঘর তৈরি হচ্ছে, যার ফলে জীববৈচিত্র্যের বিনাশ ঘটছে।

[v] বাস্তুক্ষেত্রের অবনমনপ্রত্যেকটি জীবের সঠিক বাস্তুক্ষেত্রের প্রয়োজন কিন্তু যদি এই বাস্তুক্ষেত্রের। অবনমন লক্ষ্য করা যায় তাহলে জীববৈচিত্রোর বিনাশ লক্ষ্য করা যায়। যেমন-মাদাগাস্কার দ্বীপের ডোডোপাখি আজ অবলুপ্ত। এর কারণ হিসেবে দেশা যায় সেখানে হঠাৎ শূকরছানার আবির্ভাব।

[vi] জনসচেতনতার অভাব: উপযুক্ত জনসচেতনতার অভাবের জন্যই জীববৈচিত্র্য আজ ধ্বংসের সম্মুখীন। বর্তমানে দেখা যায় মানুষের হস্তক্ষেপে জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। দক্ষিণ ভারতে চন্দনদস্ কার্যকলাপের ফলে আজ চন্দনবৃক্ষ অবলুপ্তির পথে।

জীববৈচিত্র্য বিনাশের প্রভাব (Effect of Loss of Biodiversity)

জীববৈচিত্র্য বিনাশের প্রভাব অতি মারাত্মক। ভারতের প্রাণী পর্যবেক্ষণ সংস্থার (Zoological Survey of India) প্রতিবেদন অনুযায়ী জানা যায় ভারতে চিতা, গোলাপি মাথাওয়ালা হাঁস পার্বত্য কোয়েল পাখি কয়েক দশক আগেই বিলুপ্ত হয়েছে এবং বাদামি শিংওয়ালা হরিণ হিসপিড খরগোশ আজ সংকটময় প্রজাতিতে পরিণত হয়েছে। এই জীববৈচিত্র্য বিনাশের প্রভাবগুলি হল-

[1] জন্মগত বৈচিত্র্যের অবক্ষয়: জীববৈচিত্র্য অবক্ষয়ের ফলে কৃষিব্যবস্থা আজ বিপদের সম্মুখীন। বর্তমানে উচ্চফলনশীল প্রজাতির ধানচাষ করায় আগের দেশীয় প্রজাতিসমূহ বিলুপ্তির পথে। জন্মগত দিক থেকে নতুন এমন অনেক বৃক্ষ প্রজাতি আজ পৃথিবীতে নেই।

[2] সাংস্কৃতিক বৈচিত্র্যের অবক্ষয়: ধ্রুপদি সামাজিক জীবনে নানাভাবে পরিবর্তন ঘটে চলেছে। যার ফলে প্রজাতিগুলির অপসারণ ঘটছে, যা খাদ্যশৃঙ্খলের ওপর প্রভাব বিস্তার করছে এবং মানুষের সাংস্কৃতিক তথা সার্বিক জীবনে ক্ষতিকর পরিবর্তন ডেকে আনবে। জন্মগত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হ্রাসের সঙ্গে সঙ্গে সংস্কৃতিক বৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হয়।

[3] জীববৈচিত্র্য বৌদ্ধিক সম্পদের অধিকার: গবেষণাগারে আণুবীক্ষণিক জীব, উদ্ভিদ, প্রাণী ইত্যাদির মধ্যে জিন আরোপ করার পরিবর্তে নতুন জীব প্রজাতিকে বৌদ্ধিক সম্পদের অধিকার আইন অনুযায়ী ব্যক্তিগত সম্পদে পরিণত করা যায়। কেননা এই আইন অনুসারে সৃষ্টিকর্তাকে উক্ত নতুন জীব প্রজাতিটির পেটেন্ট দেওয়া হয়। এরফলে জীববৈচিত্র্য বর্তমানে সংকটের মুখে পড়েছে।


আরও জানুন:

1. জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি লেখ? (What are the causes of Biodiversity loss)|

2. জীব বৈচিত্র্য সংরক্ষণের কি কি সমস্যা রয়েছে। (What are the problems behind the conservation of bio-diversity?)


Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।