জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি লেখ? (What are the causes of Biodiversity loss)|

Arpan

জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি লিখ? (What are the causes of Biodiversity loss)|

জীব বৈচিত্র্য

জীব বৈচিত্র্য পৃথিবীর পরিবেশে ভারসাম্য অবস্থা বজায় রাখে। জীব বৈচিত্র ধ্বংসের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হতে চলেছে এবং বিশ্ব পরিবেশে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রাণী উদ্ভিদের অবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে ফলে জীব বৈচিত্র্য বিলুপ্তির দিকে যাচ্ছে। বর্তমানে বিশ্ব পরিবেশ সমস্যায় জীব বৈচিত্রের বিলুপ্তীর কারণগুলি নিম্নে আলোচনা করা হল।

জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণ হল (Causes of Biodiversity loss):

1. প্রাকৃতিক কারণ:- প্রাকৃতিক কারণের মধ্যে উল্লেখ্যযোগ্য হল- সামগ্রিক আবহাওয়ার পরিবর্তন, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরি থেকে অগ্নুিৎপাত ইত্যাদি।

2. মানুষের কার্যকলাপ:- মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য জীব বৈচিত্র্যের বিলুপ্তি ঘটেছে। মানুষের এই কার্যকলাপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বসতির ধ্বংস, যেমন- বাঁধ তৈরী, বড় রাস্তা তৈরী, খনন কার্য ইত্যাদি। জমির ব্যবহারের পরিবর্তন যেমন- চাষের জমি, জলাভূমি, বনভূমি প্রভৃতিকে মানুষের বাসযোগ্য জমিতে রূপান্তর ইত্যাদি।

3. অরন্য নিধন:- নির্বিচারে অরন্য হ্রাস পাওয়ায় উদ্ভিদ পশুর আবাসস্থলের সংকোচন ঘটেছে। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ তার ওপর নির্ভরশীল প্রাণী। বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রাণী পরস্পরের ওপর নির্ভরশীল।

4. চোরা শিকার:- এটি বিশ্বের বিভিন্ন বনাঞ্চলে বিশেষতঃ তৃতীয় বিশ্বের একটি বড় সমস্যা। বর্তমানে বেশ কয়েকটি দেশে বিশেষতঃ চিনে বাঘ সহ বেশ কিছু বন্য জন্তুর হাড়, চামড়া, ঔষধ প্রস্তুত ব্যবহৃত হয়। এছাড়া হাতির দাঁত, সাপের চামড়া, গন্ডার হরিণের শিং, পশুর লোম ইত্যাদির লোভে চোরা শিকারীদের হাতে প্রতিবছর বহু প্রাণীর মৃত্যু ঘটেছে।

5. অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার:- কোন বিশেষ উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব খুব বেশি হওয়ায় সেই উদ্ভিদ সংগ্রহ খুব বেড়ে যায়। ফলে উক্ত উদ্ভিদটি বন থেকে লুপ্ত হতে বসে। সুন্দরবন থেকে সুন্দরী বৃক্ষ এই কারণে লুপ্ত হতে বসেছে।

6. অত্যাধিক পশুচারণ:- কৃমি ভূমির বিস্তার ঘটায় পশুচারণ ভূমির সংকোচন ঘটেছে। পশুর পালন নিয়ে পশুপালকে প্রায়শই অরণ্যে ঢুকে পড়ে এবং অত্যাধিক পশুচারণে অরণ্যে চারা গুল্ম বিনষ্ট করে। এগুলি জীব বৈচিত্র্যের পক্ষে হানিকর।

7. রোগ পোকার আক্রমণ:- বিভিন্ন রোগ পোকার আক্রমণ বহু প্রজাতির জীব এর বিনাশ বা ক্ষয় এর জন্য দায়ী, যেমন- রাইস গ্রাসি স্যান্ট ভাইরাস ধানের ক্ষতিকর এক প্রকার ভাইরাস।

What are the causes of Biodiversity loss
What are the causes of Biodiversity loss

8. বহিরাগত প্রজাতির বিস্তার:- কোন নির্দিষ্ট এলাকায় বাস্তুতন্ত্রে যদি কোন নতুন প্রজাতির আবির্ভাব ঘটে তবে কোন কোন প্রজাতির অস্তিত্বের সংকট দেখা দিতে পারে। যেমন পার্থেনিয়াম, ল্যান্টানা ইতাদি।

9. কৃষি বাসভূমির সম্প্রসারণ:- জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষের বসতির বিস্তার ঘটে। অরণ্যাঞ্চলে আশে পাশে বসতি সেই সঙ্গে কৃষিকাজের বিস্তার ঘটে অরণ্যকে অপসারিত করে। এভাবে সুন্দরবনের অরন্য হারিয়েছে তার হাজার হাজার হেক্টর বনভূমি। মানুষের পূর্ণবাসন প্রকল্পের হাত ধরে অরণ্য সংকোচন ঘটেছে সুন্দরবনে।

10. জনসচেতনতা সদইচ্ছার অভাব:- জীব বৈচিত্র্য রক্ষা করার ধারণটি অনেকটা নতুন মাত্র কয়েক দশক ধরে বিষয়ে জনসচেতনতা গড়ে উঠেছে। ইতিমধ্যে বহু প্রকল্প রূপায়ণ করতে গিয়ে সরকারী বেসরকারী স্তরে এবং ব্যাক্তিগত উদ্দোগ্যে অর্থনৈতিক প্রয়োজনে বাস্তুতন্ত্রে হস্তক্ষেপ হয়েছে বারবার। এর ফলে অরণ্য হানি হয়েছে এবং হারিয়ে গেছে বহু প্রজাতির উদ্ভিদ প্রাণী।

 

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।