জলজ বায়োম কী? এর শ্রেণীবিভাগ গুলি উল্লেখ করো?

Arpan

জলজ বায়োম

সংজ্ঞা

একটি বৃহৎ প্রাকৃতিক নির্দিষ্ট জলাশয়ের মেজর হ্যাবিট সম্পন্ন ফ্লোরা এবং ফনাযুক্ত কমিউনিটিকে জলজ বায়োম বলে।

শ্রেণীবিভাগ

জলজ বায়োমকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়-

1. সমুদ্রের বায়োম2. স্বাদু জলের বায়োম

1. সমুদ্রের বায়োম:-

এটি পৃথিবীর অধিকাংশ স্থান জুড়ে থাকা লবণাক্ত জলের বায়োম। এটি পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ বায়োম।

  • অবস্থান:- 5 টি মহাসমুদ্র- প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, এন্টার্কটিক মহাসাগর এবং বিভিন্ন সাগর উপসাগরে এই বায়োম বিস্তৃত।
  • জলের প্রকৃতি:- সমুদ্রের জলে লবণের পরিমাণ প্রায় 3.5 গ্রাম। যদিও লবণের এই ঘনত্ব সর্বত্র সমান হয়।
  • সমুদ্রের গভীরতা:- সমুদ্রের গভীরতা সর্বত্র সমান নয়। উপকূলের কাছাকাছি গভীরতা কম হয়।
  • উদ্ভিদ:- জলের স্রোত, উষ্ণতা, লবনের মাত্রার উপর অনেক সময় জীববৈচিত্র নির্ভর করে। বিভিন্ন ধরনের শৈবাল যেমন- লোহিত শৈবাল, বাদামী শৈবাল, সবুজ শৈবাল প্রভৃতি।
  • প্রাণী:- বিভিন্ন ধরনের মাছ, হাঙর থেকে কর্ডাটা পর্বের অসংখ্য প্রাণী, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী যেমন- ডলফিন, তিমি প্রভৃতি এই বায়োমে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন সরীসৃপও সমুদ্রের জলে থাকে।
জলজ বায়োম
জলজ বায়োম

2. স্বাদু জলের বায়োম:-

বিভিন্ন জলাশয় যেমন- নদী, হ্রদ, পুকুর প্রভৃতির মধ্যেও বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী বৈচিত্র দেখা যায়।

  • অবস্থান:- নদী, খাল, হ্রদ, জলাভূমি প্রভৃতি স্বাদু জলে এই বায়োম অবস্থিত।
  • জলের প্রকৃতি:- এখানে জলের লবনের মাত্রা 1% এরও কম। এই জলে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।
  • উদ্ভিদ:- স্বাদুজলে পদ্ম, শালুক, কচুরিপানা, প্রভৃতি উদ্ভিদ দেখা যায়।
  • প্রাণী:- স্বাদু জলে বিভিন্ন মাছ যেমন- রুই, কাতলা, মাগুর, সিঙ্গি, কুমির, হাঁস প্রভৃতি প্রাণী দেখা যায়।

আরও জানুন:


Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।