মাধ্যমিক ভূগোল সাজেশন [PYEAR1] - [YEAR1] প্রশ্ন উত্তর PDF| WB Madhyamik Last Minute Suggestions PDF DOWNLOAD
Wb Madhyamik Geography Suggestion [YEAR1] pdf Download : ছাত্র / ছাত্রীরা আজ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল সাজেশন [YEAR1]। তোমরা জানো মাধ্যমিক তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় তোমরা যাতে ভালো ফলাফল করতে পারো সেজন্য আমরা কিছু ভূগোলের বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি।
পর্ষদের নির্ধারিত প্রশ্ন structure অনুযায়ী আমরা West Bengal Madhyamik Geography Suggestion [YEAR1] প্রস্তুত করেছি। এই প্রশ্ন গুলি তোমাদের ভূগোল পরীক্ষায় ভালো ফল পেতে সাহায্য করবে।
এছাড়াও নিম্নলিখিত প্রশ্নগুলি তোমরা নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ এর আকারে ডাউনলোড করতে পারো। অন্যান্য প্রশ্ন ও উত্তরের জন্য আমাদের Whatsapp ও Telegram গ্রুপ join করতে পারো।
মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন [YEAR1] দেখুন
Madhyamik Geography Suggestion [YEAR1] PDF Download
মাধ্যমিক ভূগোল সাজেশন [YEAR1] : প্রতিটি প্রশ্নের মান = 2
1. নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বর্ণনা করো ।
2. বৃষ্টিচ্ছায় অঞ্চল কাকে বলে? উদাহরণ দাও।
3. পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে?
5. উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদীর দুটি পার্থক্য আলোচনা কর।
6. পর্যায়ন কি।
7. ফেরেলের সূত্র কী?
8. শৈবাল সাগর কি?
9. ইউট্রিফিকেশন কি?
10. গৌড় কাকে বলে ?
11. চিনুক কী?
12. অনুসারী শিল্প কাকে বলে?
14. জিও স্টেশনারি উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ কাকে বলে?
15. SAARC কী?
16. এরোসল কি ।
17. সবুজ বিপ্লব কী?
18. ফলস কালার কম্পোজিশন বা FCC কি?
19. গোদাবরীর কয়েকটি উপনদী ও শাখানদীর নাম করো।
20. ই বর্জ্য কাজে বলে।
21. 3R ব্যাখ্যা করো।
22. দূর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেনো?
23. উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো।
24. ম্যাকমোহন লাইন ও রেডক্লিফ লাইন কী?
25. গঙ্গার দুটি উপনদী ও দুটি শাখানদীর নাম লেখো।
26. কিউসেক ও কিউমেক কী?
27. পূর্ণিমার অপেক্ষায় অমাবস্যায় জোয়ার প্রবল হয় কেন ?
মাধ্যমিক ভূগোল সাজেশন [YEAR1] : প্রতিটি প্রশ্নের মান = 3
1. মৃত্তিকা ক্ষয়ের কারণ লেখো।
2. পাট চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো।
3. কীভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়?
4. মরুভূমিতে বায়ুর ক্ষয় কাজ বেশি হয় কেনো?
5. ওজোনস্তরের সংকোচন বলতে কি বোঝ।
6. অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক এর পার্থক্য লেখ।
7. করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টি হয় কেন?
8. জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো।
9. মৃত্তিকা সংরক্ষণের উপায় লেখো।
10. বায়ুর অববর্ষ ক্ষয় প্রক্রিয়া ভূমি থেকে সামান্য উপরে অধিক কার্যকরী হয় কেন?
11. বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো।
12. খারিফ শস্য ও রবি শস্য পার্থক্য লেখো।
13. বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? উদ্দেশ্য লেখ।
14. ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ লেখো।
15. স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখ।
16. উত্তর ভারতের সমভূমিকে ‘ভারতের শস্যভান্ডার’ বলা হয় কেন?
17. ভারতে রেলপথের ভূমিকা।
18. মরুভূমির সম্প্রসারণ রোধের উপায় লেখ?
19. ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখ।
20. নদীর নিম্নগতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়?
মাধ্যমিক ভূগোল সাজেশন [YEAR1] : প্রতিটি প্রশ্নের মান = 5
1. হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা কর।
2. বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো।
3. উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো।
4. বায়ু প্রবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
5. বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।
6. বায়ুমন্ডলে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি কী কী?
7. ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখ।
8. ভারতের জনসংখ্যা বন্টন ও তারতম্যের কারণ লেখ।
9. জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্র সহ বর্ণনা করো।
10. জলবায়ু পরিবর্তন কীভাবে লোহাচড়া, ঘোড়ামারা বা নিউমুর দ্বীপকে প্রভাবিত করেছে?
11. বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো।
12. সমুদ্রস্রোত সৃষ্টির কারণ ও প্রভাব লেখো।
13. ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো।
14. ওজোন স্তর সৃষ্টির কারণ ও ফলাফল ব্যাখ্যা করো।
15. পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির পরিচয় দাও এবং সৃষ্টির কারণ আলোচনা করো।
16. ভারতের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব।
17. ভারতে ধান, গম, আখ, চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো।
মাধ্যমিক ভূগোলের আরো অন্যান্য সাজেশনগুলি
TAG:
Madhyamik Geography last minute suggestions pdf [YEAR1], MADHYAMIK geography [YEAR1] pdf download, WB Madhyamik Geography exam suggestions, Mp exam notes, mdhyamik 100% commom suggestions [YEAR1], মাধ্যমিক ভূগোল সাজেশন [YEAR1] পিডিএফ নোটস, দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল সাজেশন [YEAR1]