গর্জনশীল চল্লিশা কাকে বলে ও কোথায় দেখা যায়?
গর্জনশীল চল্লিশা:
দক্ষিন গোলার্ধে গর্জনশীল চল্লিশা দেখা যায়।
> দক্ষিণ গোলার্ধে স্থলভাগ অপেক্ষা সমুদ্রের বিস্তার বেশি হওয়ায় পশ্চিমা বায়ু বাধাহীনভাবে প্রবলবেগে গর্জন করে প্রবাহিত হয়। প্রবল বায়ুপ্রবাহের কারণেই ৪০° দক্ষিণ অক্ষরেখা ‘গর্জনশীল চল্লিশা' নামে পরিচিত।