জেট বায়ু কাকে বলে? মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর এর সম্পর্ক কী?
জেট বায়ু কোথায় দেখা যায়? মৌসুমি বায়ুর সঙ্গে এর সম্পর্ক কী?
জেট বায়ু:
দ্রুত তাপ ও চাপ পরিবর্তনের ফলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানায় ভূপৃষ্ঠ থেকে ৭.৫ থেকে ১৪ কিমি উচ্চতায় দ্রুতগামী ও প্রধানত পশ্চিম থেকে পূর্বমুখী যে বায়ু সংকীর্ণ আঁকাবাঁকা বলয়ের মতো প্রবাহিত হয়, তাকে বলে জেট বায়ু।
মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক:-
শীতকালে ভারতের মাঝবরাবর থাকা উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু অবস্থান করে বলে এখানে উচ্চচাপ বিরাজ করে। ফলে ভারতীয় উপমহাদেশ থেকে মৌসুমি বায়ু প্রত্যাগমন করে। গ্রীষ্মকালে তিব্বত মালভূমি অধিক উয় হয় বলে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু হিমালয়ের উত্তরে সরে যায় এবং ভারতের মাঝবরাবর ক্রান্তীয় পূবালি জেট বায়ু অবস্থান করে। এই জেট বায়ু ভারতের মাঝবরাবর যে নিম্নচাপ সৃষ্টি করে তার প্রভাবেই মৌসুমি বায়ু ভারতে আসে। উপক্রান্তীয় জেট বায়ু যত তাড়াতাড়ি উত্তরে সরে মৌসুমি বায়ু তত তাড়াতাড়ি ভারতে আসে। যে বছর জেট বায়ু হঠাৎ উত্তরে সরে সে বছর ‘মৌসুমি বিস্ফোরণ' প্রবল হয়।