বিদ্যাসাগর কি জন্য বিশেষভাবে স্মরণীয়?

বাংলার নবজাগরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম চিরস্মরণীয়। তিনি বাংলা সাহিত্যের প্রসার, বর্ণ পরিচয়ের মত পাঠ্য পুস্তক সংকলন, সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের সহজসরল বাংলা অনুবাদ, নারী শিক্ষা বিস্তারে বহু প্রবন্ধ লিখে সমাজে সাড়া জাগিয়েছিলেন।

 নারীর সম্মান ও আত্মমর্যাদা রক্ষার্থে তিনি খুবই আগ্রাসী ভূমিকা পালন করেছিলেন। বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং আইন প্রণয়ন করে বিধবা বিবাহ কে আইনি স্বীকৃতি দেন যার ফলে তিনি সমাজে বিশেষ স্মরণীয়। বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলনের পাশাপাশি বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে বিদ্যাসাগর বিশেষভাবে স্মরণীয়।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।