মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণ

মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণ

প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি যেমন তৈরি হয় তেমনি তা ক্ষয়ও হয় কিন্তু এই ক্ষয়ের হার যখন দ্রুততর হারে ঘটে তখন তাকে মাটির ক্ষয় বলে, এবং মানুষের দ্বারা এই ক্ষয়ের মাত্রা বেশি ঘটে।

মাটি ক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণ

১. বনভূমি ও তৃণভূমি ধ্বংস
অতিরিক্ত হারে বনভূমি ও তৃণভূমি ধ্বংসের ফলে, গাছের শিকড় মাটিকে আকড়ে ধরে রাখতে পারেনা ফলে মাটি ক্ষয় হয়।

২. ভূমিরূপ এর পরিবর্তন

চাষাবাদ, পাথর খনন, খনিজ সম্পদ আরোহন ইত্যাদির জন্য ভূমির ভারসাম্য নষ্ট হলে, মাটি আলগা হয়ে দ্রুত ক্ষয় হয়।

৩. নির্মাণ কাজ
রাস্তাঘাট ও সেতু নির্মাণ, বহুতল বাড়ি তৈরি, খাল ইত্যাদি খনন করার জন্য মাটি দ্রুত ক্ষয় পেতে থাকে।

৪. কৃষিকাজ
WWI এর সমীক্ষায় দেখা গেছে যে প্রতিবছর পৃথিবীর কৃষি বলয় থেকে প্রায় ২৫০০ কোটি টন উর্বর মাটি ক্ষয় হয়।

৫. অনিয়ন্ত্রিত পশুচরণ
জমিতে খুব বেশি মাত্রায় পশুচারণ হলে ভূমি আলগা হওয়ার ফলে মাটির দ্রুত ক্ষয় হয়।

আরো দেখুন :
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.