মৃত্তিকা সংরক্ষনের উপায় গুলি লেখ।

মৃত্তিকা সংরক্ষনের উপায় গুলি লেখ।

মৃত্তিকা সংরক্ষনের উপায় গুলি লেখ।

মাটির ক্ষয় রোধ করে উর্বরতা শক্তি পুনরুদ্ধার করতে যা যা ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই মৃত্তিকার সংরক্ষণ বলে।

কৃষিজ পদ্ধতি

১. ফালি চাষ
সমান্তরালের অন্তরালে চাষ না করে আড়াআড়ি ভাবে ফালি তৈরি করে চাষ করলে পার্বত্য ঢালে খাত সৃষ্টি হয় না ফলে মৃত্তিকা ক্ষয় কম হয়।

২. শস্য নির্বাচন
মৃত্তিকা ক্ষয় রোধের জন্য সমান শস্য নির্বাচন করা উচিত যেগুলি ভূপৃষ্ঠকে সর্বাধিক পরিমাণে আচ্ছাদিত করতে পারে।

৩. জৈব বস্তুর সংরক্ষণ
জৈব বস্তু কৃষি ক্ষেত্রে আচ্ছাদনের মাধ্যমে মৃত্তিকাকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

৪. ধাপ চাষ

ঢালু জমিতে বিভিন্ন প্রকার ধাপ গঠন করলে মাটির ক্ষয় কম হয়।

কারিগরি বা যান্ত্রিক পদ্ধতি

১. কৃত্রিম বাঁধ নির্মাণ
মৃত্তিকা ক্ষয় রোধের জন্য ভূমি ঢালের বিভিন্ন উচ্চতায় বাঁধ নির্মাণ করা হয়।

২. খাতের ব্যবস্থা করা
খাত বরাবর জলপ্রবাহ কমানোর জন্য খাতগুলির মধ্যে পরপর বাঁধ নির্মাণ করে জলের বেগ কমিয়ে ক্ষয় রোধ করা যায়।

. বৃক্ষরোপণ
বেশি জমির মাঝে মাঝে কৃষির উপযোগী বৃক্ষ বা মাটির বাঁধ গুলির ওপর ঝোপঝাড় রোপন করে ক্ষয় রোধ করা যায়।

৪. শেল্টার বেল্ট তৈরি
বিভিন্ন প্রকার গাছ সমান্তরাল ভাবে রোপন করলে অতি শক্তিশালী বায়ুকে প্রতিরোধ করা যায়।

৫. অগভীর নালাকাটা
বাতাসের কার্যকরী যেখানে বেশি সেখানে জমিতে আড়াআড়ী ভাবে নালা কেটে রাখলে ভূমিক্ষয় রোধ করা যায়।

৬. জৈব প্রযুক্তির কৌশল গ্রহণ
অতি খরস্রোত খাত গুলি জলের গতিবেগ রোধ করার জন্য গাছের ডালের বান্ডেল খাতের মধ্যে শুয়ে রাখা হয় এতে মাটির ক্ষয় রোধ করে।

আরো পড়ুন :

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।