শারীর শিক্ষার উদ্দেশ্য গুলি কি কি ?

শারীর শিক্ষার উদ্দেশ্য গুলি লেখ, একাদশ শ্রেণীর শারীর শিক্ষা বড়ো প্রশ্ন ও উত্তর, Physical Education suggestion

শারীর শিক্ষার উদ্দেশ্য গুলি লেখ

বিভিন্ন শারীর শিক্ষা বিদদের মতবাদ গুলি পর্যালোচনা করে প্রাপ্ত শারীর শিক্ষার প্রধান উদ্দেশ্য গুলি হল -

শারীরিক বিকাশ সাধন

1. শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন তন্ত্র গুলির উৎকর্ষ সাধন।
2. শারীরিক ক্ষমতার উপাদান গুলির বিকাশ সাধন।
3. শিশুর সুষম বৃদ্ধি ও বিকাশ সাধন।
4. সতেজ ও সমৃদ্ধ জীবন যাপন।

মানসিক বিকাশ সাধন

  1. মানসিক চিন্তাধারার উন্নতি সাধন।
  2. যেকোনো বিষয়ের প্রতি মনোযোগ বৃদ্ধি।
  3. উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা বৃদ্ধি।

সামাজিক বিকাশ সাধন

1. সহযোগিতা, সহমর্মিতা ও সহানুভূতির উন্নতি সাধন।
2. নিষ্ঠা ও মূল্যবোধ নির্মাণ, একতা ও সঙ্ঘবদ্ধ বোধের উন্নতি সাধন।
3. খেলোয়াড় সুলভ মানসিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি সাধন।

গতিসঞ্চালন মূলক বিকাশ

 1. প্রতিক্রিয়া সময়ের উন্নতি সাধন।
 2. স্নায়ু ও পেশির সমন্বয়ের উন্নতি সাধন।
 3. উৎসাহ ও আগ্রহের উন্নতি সাধন।

ব্যক্তিত্বের বিকাশ সাধন

  1. ব্যক্তির নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি।
  2. ভাতৃত্ববোধ, সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি প্রাপ্ত হয়।
  3. কর্তব্য নিষ্ঠ, সময়নিষ্ঠ, নিরপেক্ষ, সৃজনশীলতা বিকাশ সাধন।

জ্ঞানগত বিকাশ সাধন

 1. শারীরিক, মানসিক, প্রাক্ষোভিক বিভিন্ন সমস্যাগুলি সম্পর্কে সচেতন বৃদ্ধি।
  2. নিয়ম কানুন কৌশল এবং তার ব্যবহারিক প্রয়োগের ক্ষমতা বৃদ্ধি ।
  3. বিজ্ঞান ও যুক্তির আঁধারে বিচার বিবেচনা দক্ষতা বৃদ্ধি।

আরো দেখুন :

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।