শারীর শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো।

শারীর শিক্ষার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো।

 ভূমিকা :

যন্ত্র নির্ভর বিলাসবহুল জীবনযাপনের ফলে স্বাস্থ্য সমস্যায় জর্জরিত পৃথিবীর প্রায় সভ্য জাতি। বিজ্ঞান প্রযুক্তির আশীর্বাদে দৈহিক শ্রমের লাগাম হয়েছে সত্য কিন্তু মানুষ হয়ে পড়েছে গতিহীন কর্ম বিমুখ। তাছাড়া আজকের সভ্যতায় নানা জটিল সামাজিক, অর্থনৈতিক, মানসিক চাপের কবলে জনজীবন বিপর্যস্ত দিশেহারা। নানা খেলাধুলা বা ব্যায়াম অনুশীলনের মধ্য দিয়ে রোগ হীন সুঠাম সতেজ ও আদর্শ মানুষ গড়ে তুলতে শরীর শিক্ষার অবদান আজ সর্ব জ্ঞান গ্রাহ্য। ব্যক্তির সর্বাঙ্গিক বিকাশের নিরীক্ষে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা গুলি হল --

1. শারীর শিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা

শারীর শিক্ষার জৈবিক প্রয়োজনেতাগুলি হল
1. শারীরিক সক্ষমতার উৎকর্ষ সাধন ও বিকাশ।
2. সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ।
3. স্নায়ু ও পেশির সমন্বয়।
4. সঠিক দেহ ভঙ্গিমা গঠন ও মেদ বা চর্বি বহুলতা থেকে রক্ষা করা।

5. সুঠাম ও সুন্দর দৈহিক গঠন।

2. শারীর শিক্ষায় মানসিক প্রয়োজনীয়তা

1. সুষম ও মানসিক গুণাবলীর বিকাশ।
2. আবেগ নিয়ন্ত্রণ ও সুসংযত মন হয়।
3. ভয়, উদবেগ , অবসাদ, দুশ্চিন্তা ও অনীহা প্রভৃতি দূরীকরণ করে।
4. মন সংযোগ বৃদ্ধি করা ও যেকোন পরিস্থিতিতে অভিযোজন করা।

3. শারীর শিক্ষার সামাজিক প্রয়োজনীয়তা

1. ব্যক্তির সামাজিক করণে নিরপেক্ষ উদার গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করা।
 2. ব্যক্তির অপরাধ প্রবণতা দূরীকরণে সহায়তা করা।
3. ক্রীড়া সুলভ মানসিকতা ও আচরণের অভ্যাসে সাহায্য করা।
4. শৃংখল ও নিয়মানবর্তিতা বিকাশ।
5. শান্তি ও বোধ এর শিক্ষায় আলোকিত ও উদ্ধৃত হওয়া।

4. শারীর শিক্ষার অর্থনৈতিক প্রয়োজনীয়তা 

1. খেলাধুলার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ।
2. শারীর শিক্ষা জীবিকা নির্মাণে সাহায্য করে।
3. দেশের সার্বিক উন্নয়নের বিকাশ প্রভৃতি।

5. শারীর শিক্ষার রাজনৈতিক প্রয়োজনীয়তা

1. আন্তর্জাতিক বোঝাপড়ার উন্নয়নে সাহায্য করা।
2. রাষ্ট্রীয় নানা সমস্যার সমাধানে ও উদারীকরণে সহায়তা করে।
3. যুদ্ধ নয় শান্তির বার্তা বহনে আনন্দময় নগর সভ্যতার স্থাপনে সাহায্য করে।
Next Post Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel