WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

জাফরি রুপী নদী নকশা ও আয়তকার জল নির্গমন নদী নকশার পার্থক্য

জাফরি রুপী নদী নকশা ও আয়তকার নদী নকশার পার্থক্য

পার্থক্যের বিষয় জাফরি রুপী নদী নকশা আয়তকার নদী নকশা
সংজ্ঞা যে নদী নকশাতে প্রধান নদী ও উপনদী পরস্পর সমকোণে মিলিত হয় তাকে জাফরি রুপী নদী নকশা বলে। যেখানে কেবল প্রধান নদী ও তার উপনদী সমকোণে মিলিত হয় তাকে আয়তকার নদী নকশা বলে।
আকৃতি এটি জাফরির মত দেখতে হয়। এটি আয়তক্ষেত্রের মত দেখতে হয়।
নিয়ন্ত্রক শিলার নতি ও আয়াম দ্বারা এটি নিয়ন্ত্রিত হয়। এটি শিলার ফাটল ও চুতিরেখা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
নদী বাঁক এক্ষেত্রে কেবল সমকোণে নদী বাঁক দেখা যায়। এক্ষেত্রে সমকোণে বা প্রায় সুক্ষকোনে নদী বাঁক দেখা যায়।
নদীপথ এক্ষেত্রে নদী নতি ঢাল ও আয়াম বরাবর প্রবাহিত হয় এক্ষেত্রে নদী চ্যুতিরেখা বরাবর প্রবাহিত হয়।
ভূ-গঠন এটি ঢালু ও ভাঁজ প্রাপ্ত ভূ-গর্ভে গড়ে ওঠে। এক্ষেত্রে চ্যুতি ও ফাটল শিলাস্তরে গড়ে ওঠে।
উদাহরন আরাবল্লী পর্বত, দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে দেখা যায়। নরওয়ে উপকূলে, আরাবল্লির পশ্চিম অংশে দেখা যায়।

আরো প্রশ্নগুলি
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url