Youtube Channel Subscribe us

কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ নদী নকশার পার্থক্য


কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ নদী নকশার পার্থক্য

পার্থক্যের বিষয় কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখ
সংজ্ঞা উচু স্থান থেকে মধ্যভাগের কেন্দ্রীয় নিম্নমুখি বরাবর ছোট নদী প্রবাহিত হলে তাকে কেন্দমুখি নদী নকশা বলে। কোনো গম্বুজ বা উচ্চ্ভূমির চারপাশের ঢাল বেয়ে ছোট ছোট নদী প্রবাহিত হয়ে যে নদী নকশা গড়ে ওঠে তাকে কেন্দ্র বিমুখ নদী নকশা বলে।
উৎস এক্ষেত্রে নদীগুলির উৎস বৃত্তাকারে বিভিন্ন স্থানে গড়ে ওঠে। এক্ষেত্রে নদীর উৎস নির্দিষ্ট স্থান বিন্দুতে গড়ে ওঠে।
প্রবাহপথ নদী গুলি বাইরের চারপাশ থেকে কেন্দ্রের দিকে যায়। নদীগুলি কেন্দ্র থেকে বাইরের চারপাশে যায়।
মোহনা কোনো হ্রদ, জলাভূমি, সিনহোল হলো নদীর মোহনা। এক্ষেত্রে নদীর মোহনা কোনো উপনদী বা প্রধান নদী।
ভুগঠন শিলার বেসিন গঠন বা অধভঙ্গকে নির্দেশ করে এক্ষেত্রে শিলার গম্বুজ গঠন বা উর্ধোভঙ্গকে নির্দেশ করে।
উদাহরন আগ্নেয়গিরির জ্বালামুখ, প্লায়া হ্রদকে কেন্দ্র করে ওঠে। বেথলিথ, অবশিষ্ট শঙ্কু আকৃতির পাহাড় অঞ্চলে দেখা যায়।

আরো প্রশ্নগুলি


Next Post Previous Post
×