মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ কি ছিল ?

1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ, Mohabidroher byarthotar karon

1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ কি ছিল ?

সূচনা :

চরম উদ্দীপনা, স্বতস্ফূর্ত, গভীর তাৎপর্যপূর্ণ মুক্তিবাদী ঐতিহাসিক ১৮৫৭ সালের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি নিম্নলিখিত -

1. পরিকল্পনাহীন :
বিভিন্ন ধারার মধ্যে যোগাযোগের অভাব, ভিন্ন ভিন্ন নেতৃত্ত বৃন্দের নিজ নিজ কর্মপন্থা ও উদ্দেশ্য দ্বারা চালিত হওয়ায় পরিকল্পনা ব্যর্থ হয়।

2. নেতৃত্বের অভাব :
নানাসাহেব, কানুয়ার সিং, লক্ষ্মীবাঈ প্রমুখ নেতাদের কারাগার নিক্ষেপের পর বিদ্রোহ পরিচালনায় অন্য কোনো যোগ্য নেতা ছিল না।

3. ব্রিটিশ কূটনীতি:

 ব্রিটিশ কূটনীতির গভীর চাতুর্য, প্রায় অপ্রত্যাশিত সাফল্য এই বিদ্রোহের পরাজয় নিয়ে আসে ।

4. সামরিক শ্রেষ্ঠত্ব:
 যুদ্ধ ক্ষমতা ও সত্তা গঠনের দিক থেকে শাসক পক্ষ বিদ্রোহীদের অপেক্ষায় বহুলাংশে শ্রেষ্ঠ ছিল। অস্ত্রশস্ত্রের প্রাচুর্য , সামরিক দক্ষতা, শৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির দিক থেকে বিপ্লবীদের প্রতিহত করা তাদের পক্ষে সম্ভব ছিল।
 
5. জনসমর্থনের অভাব :
রাহন্য বর্গ ছাড়া মধ্যবিত্ত, অভিজাত, সামন্ত ও সুবিধাভোগী শ্রেণী এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি।

6. বিশ্বাসঘাতকতা:
 মুঘল সম্রাটের কিছু কর্মচারী ও সেনাপতির বিশ্বাসঘাতকতা বিদ্রোহীদের পরাজয় অনিবার্য করে তোলে।

7. আগ্নেয়াস্ত্রের ব্যবহার :
বিদ্রোহীদের আধুনিক অস্ত্রের অভাব ছিল। অপরদিকে ইংরেজদের গোলাবারুদ ও আধুনিক অস্ত্রের ব্যবহার এই বিদ্রোহকে বানচাল করে দেয়।

8. রাজাদের বিরোধিতা :
গোয়ালিয়রের সিন্ধিয়া, ইন্দোরের হোলকার, হায়দ্রাবাদের নিজাম রাজপুত রাজারা এবং ভূপালের নবাব প্রভৃতি অনেকেই প্রত্যক্ষভাবে বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করেছিল।

আরো প্রশ্নোত্তর :

TAGS :
Mohabidroher byarthotar karon, ক্লাস 10 ইতিহাস মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ, 

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।