মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ কি ছিল ?

1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ কি ছিল ?

সূচনা :

চরম উদ্দীপনা, স্বতস্ফূর্ত, গভীর তাৎপর্যপূর্ণ মুক্তিবাদী ঐতিহাসিক ১৮৫৭ সালের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি নিম্নলিখিত -

1. পরিকল্পনাহীন :
বিভিন্ন ধারার মধ্যে যোগাযোগের অভাব, ভিন্ন ভিন্ন নেতৃত্ত বৃন্দের নিজ নিজ কর্মপন্থা ও উদ্দেশ্য দ্বারা চালিত হওয়ায় পরিকল্পনা ব্যর্থ হয়।

2. নেতৃত্বের অভাব :
নানাসাহেব, কানুয়ার সিং, লক্ষ্মীবাঈ প্রমুখ নেতাদের কারাগার নিক্ষেপের পর বিদ্রোহ পরিচালনায় অন্য কোনো যোগ্য নেতা ছিল না।

3. ব্রিটিশ কূটনীতি:

 ব্রিটিশ কূটনীতির গভীর চাতুর্য, প্রায় অপ্রত্যাশিত সাফল্য এই বিদ্রোহের পরাজয় নিয়ে আসে ।

4. সামরিক শ্রেষ্ঠত্ব:
 যুদ্ধ ক্ষমতা ও সত্তা গঠনের দিক থেকে শাসক পক্ষ বিদ্রোহীদের অপেক্ষায় বহুলাংশে শ্রেষ্ঠ ছিল। অস্ত্রশস্ত্রের প্রাচুর্য , সামরিক দক্ষতা, শৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির দিক থেকে বিপ্লবীদের প্রতিহত করা তাদের পক্ষে সম্ভব ছিল।
 
5. জনসমর্থনের অভাব :
রাহন্য বর্গ ছাড়া মধ্যবিত্ত, অভিজাত, সামন্ত ও সুবিধাভোগী শ্রেণী এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি।

6. বিশ্বাসঘাতকতা:
 মুঘল সম্রাটের কিছু কর্মচারী ও সেনাপতির বিশ্বাসঘাতকতা বিদ্রোহীদের পরাজয় অনিবার্য করে তোলে।

7. আগ্নেয়াস্ত্রের ব্যবহার :
বিদ্রোহীদের আধুনিক অস্ত্রের অভাব ছিল। অপরদিকে ইংরেজদের গোলাবারুদ ও আধুনিক অস্ত্রের ব্যবহার এই বিদ্রোহকে বানচাল করে দেয়।

8. রাজাদের বিরোধিতা :
গোয়ালিয়রের সিন্ধিয়া, ইন্দোরের হোলকার, হায়দ্রাবাদের নিজাম রাজপুত রাজারা এবং ভূপালের নবাব প্রভৃতি অনেকেই প্রত্যক্ষভাবে বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করেছিল।

আরো প্রশ্নোত্তর :

TAGS :
Mohabidroher byarthotar karon, ক্লাস 10 ইতিহাস মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ, সিপাহী বিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ, 
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.