বাংলা সাহিত্যে মধ্যযুগের সময়সীমা ও বৈশিষ্ট্য গুলি লেখ।

বাংলা সাহিত্যে মধ্যযুগের সময়সীমা ও বৈশিষ্ট্য গুলি লেখ।

বাংলা সাহিত্যে মধ্যযুগের সময়সীমা ও বৈশিষ্ট্য গুলি লেখ।

সময়সীমা :
১২০১ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ।

ধ্বনিগত বৈশিষ্ট্য :
1. আদি অক্ষরে শ্বাসাঘাত এর ফলে মধ্যস্বর লোপ পায়। উদাহরন : গামোছা - গামছা।
2. আদি মধ্যযুগের বাংলায় বিরল হলেও অন্ত মধ্যযুগের বাংলায় অপিনিহিতির প্রচলন দেখা যায়। যেমন : দেখিয়া - দেইখা

রূপগত বৈশিষ্ট্য :
1. অতীতকাল দু'রকমের ল যুক্ত ও ল বর্জিত।
2. যৌগিক ক্রিয়ার ব্যবহার অত্যন্ত বেড়ে যায় । যেমন : পিয়ে - পান করে।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।