জাদুঘর কাকে বলে ? উদাহরন দাও

জাদুঘর কাকে বলে ? উদাহরন দাও
জাদুঘর হলো একটি সংগ্রহশালা যেখানে প্রাচীন সামগ্রী সংরক্ষিত আছে। ইংরেজি 'Museum' কথার বাংলা অর্থ হলো জাদুঘর। এই Museum কথাটি গ্রীক শব্দ ‘Mouseion’ থেকে এসেছে যার অর্থ হলো প্রাচীন গ্রিকদের মিউসদের মন্দির।

সাধারণ ভাষায় বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলি যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংরক্ষণ করে রাখা হয় সেসব প্রতিষ্ঠান বা ভবনকে জাদুঘর বলা হয়।
যেমন : কলকাতা মিউজিয়াম

আরো জানুন :

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।