{P-1} Class 10 History All Chapter Short Questions and Answers [YEAR] | দশম শ্রেণী ইতিহাস ছোট প্রশ্ন

(1) কাকে কাওয়ালী গানের জনক বলা হয়?

     আমির খসরু।

(২) একেই বলে শুটিং চলচ্চিত্রটির কার লেখা?

      সত্যজিৎ রায়।

(৩) কথাকলি কোন রাজ্যের নৃত্য?

      কেরালা।

(৪) পাঞ্জাবের উট চালকদের গানকে কি বলা হয়?

     টপ্পা।

(৫) ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি?

     রাজা হরিশচন্দ্র।

(৬) ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি?

      দেনাপাওনা ও জামাই ষষ্ঠী।

(৭) সঙ্গীত চিন্তা গ্রন্থটি কার লেখা?

      রবীন্দ্রনাথ ঠাকুরের।

(৮) ‘জীবনের জলসাঘরে'গ্রন্থটি কার লেখা?

     মান্না দে।

(৯) ভারত নাট্যাংশ নিত্য কোন রাজ্যের নৃত্য?

     তামিলনাড়ু।

(১০) ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস' গ্রন্থটি কার লেখা?

        ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

(১১) দুজন জাতীয়তাবাদী নাট্যকারের নাম লেখ?

       মধুসূদন দত্ত ,গিরিশচন্দ্র ঘোষ ইত্যাদি।

(১২) কুচিপুড়ি কোন অঞ্চলের নৃত্য?

       অন্ধ্রপ্রদেশ।

(১৩) কোন বিষয়ে পারদর্শিতার জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়?

      চলচ্চিত্র।

(১৪) বিহু কোন অঞ্চলের নৃত্য?

       অসম।

(১৫) ভারতের গ্রথিক স্থাপত্যের প্রথম নিদর্শন কোনটি?

       ফোর্ট উইলিয়াম কলেজ।

(১৬) বড় সোনা মসজিদ কোথায় প্রতিষ্ঠিত?

       গৌরে।

(১৭) হাজার দুয়ারী প্যালেস কোথায় অবস্থিত?

       মুর্শিদাবাদ।

(১৮) দুজন স্থাপত্য শিল্পীর নাম লেখ?

       ডে ফার্গুসন, জর্জ মেসেন।

(১৯) ভারতের চিত্রকলা গ্রন্থের লেখক কে?

       অশোক মিত্র।

(২০) বাগেশ্বরী প্রবন্ধ মালা গ্রন্থের লেখক কে?

       অবনীন্দ্রনাথ ঠাকুর।

(২১) ভারতের প্রথম ফটোগ্রাফার কে ছিলেন?

      লালা দিনদয়াল।

(২২) বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?

      জর্জ স্টিভেনসন।

(২৩) ট্রাম গাড়ির সূচনা কবে কোন দেশে প্রথম হয়েছিল?

       ইংল্যান্ডে। ১৮০৭ খ্রিস্টাব্দে।

(২৪) ভারতে ঘোড়ায় টানা ট্রাম গাড়ির সূচনা কবে হয়? এবং বৈদ্যুতিক ট্রাম গাড়ির সূচনা কবে হয়?
   
   ঘোড়ায় টানা:___কলিকাতায় ১৮৭৩ খ্রিস্টাব্দে।
    বৈদ্যুতিক:____১৯০২ খ্রিস্টাব্দে।

(২৫) রাজ তরঙ্গিনী কার লেখা?

       কল হন।

(২৬) নারী বর্ষ কবে থেকে পালিত হয়?

       ১৯৭৫ খ্রিস্টাব্দে।

(২৭) গ্রীন ইম্পেরিয়ালিজম গ্রন্থের লেখক কে?

       রিচার্ড গ্রোভ।

(২৮) Silent spring গ্রন্থের লেখক কে?

       রাচেল কারসন এর।

(২৯) বাঙালির ইতিহাস গ্রন্থের লেখক কে?

      নীহার রঞ্জন রায়ের।

(৩০) মেয়েদের শাড়ি পরার বাম্বিকা পদ্ধতি কোন বাড়ি থেকে উৎপত্তি হয়?

    জোড়াসাঁকোর ঠাকুর পরিবার থেকে।

(৩১) সাইন্স এন্ড দা রাজ গ্রন্থের লেখক কে?

        দীপক কুমার।

(৩২) Histy of hindu camistry গ্রন্থের লেখক কে?

  প্রফুল্ল চন্দ্র রায়।

(৩৩) ভারতের রেলপথের প্রবর্তক কে ছিলেন?

      লর্ড ডালহৌসি।

(৩৪) কাশ্মীরের ইতিহাস কোন গ্রন্থ থেকে পাওয়া যায়?

     রাজ তরঙ্গিনী।

(৩৫) ইন্ডিয়ান পিলগ্রীন গ্রন্থটি কার লেখা?

      সুভাষচন্দ্র বসু।

(৩৬) My experiment with truth গ্রন্থটি কার লেখা?

      মহাত্মা গান্ধী।

(৩৭) জীবনের ঝরাপাতা কোন পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়?

  ‘দেশ' পত্রিকায়।

(৩৮) ‘An Aurtobiograpy'গ্রন্থের লেখক কে?

        জহরলাল নেহেরু।

(৩৯) আত্মজীবনীমূলক সত্তর বৎসর গ্রন্থের লেখক কে?

       বিপিনচন্দ্র লাল পাল।

(৪০) প্রথম সাময়িক সংবাদপত্র কোনটি?

       বেঙ্গল গেজেট।

(৪১) কেশরী ও মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

       বালগঙ্গাধর তিলক।

(৪২) যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

         বারীন্দ্রকুমার ঘোষ।

(৪৩) সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল?

        কৃষ্ণ কুমার মিত্র।

(৪৪) ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিল?

      বিপিনচন্দ্র পাল।

(৪৫) সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিল?

      দ্বারকানাথ বিদ্যাভূষণ।

(৪৬) চরম সুশ্রুত কি জন্য বিখ্যাত?

       চিকিৎসাশাস্ত্র।

(৪৭) মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে?

       যদুনাথ সরকার।

(৪৮) কোন পত্রিকা সংবাদপত্র আইন এর কবলে পড়েছিল?

       সোমপ্রকাশ।

(৪৯) সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিল?

      ঈশ্বর গুপ্ত।

(৫০) ভারতীয় গণনাট্য সঙ্গে কে যুক্ত ছিলেন?

       উৎপল দত্ত, পৃথ্বীরাজ কাপুর, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, বিজন ভট্টাচার্য।

(৫১) বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল?

        উমেশচন্দ্র দত্ত।

(৫২) বামা শব্দের অর্থ কি?

     নারী।

(৫৩) বামাবোধিনী পত্রিকা কারা স্বনামে বেনামে লেখালেখি করত?

       লাবণ্যপ্রভা বসু, স্বর্ণপ্রভা বসু।

(৫৪) হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কোন সমাজের সমালোচনা করা হয়েছে?

       সমকালীন কলকাতার বাবু সমাজে।

(৫৫) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

       গিরিশচন্দ্র ঘোষ।

(৫৬) নীলদর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন?

       মধুসূদন দত্ত।

(৫৭) নীলদর্পণ নাটকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে কার সঙ্গে তুলনা করেছেন?

       ‘আঙ্কল টমস কেবিন'__ এর সঙ্গে।

(৫৮) নীলদর্পণ নাটকটি কোন ইংরেজ এর নামে প্রকাশিত হয়েছিল?

       রেভারেন্ড জেমস লং।

(৫৯) কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় কে জমি দান করেছিলেন?

         মতিলাল শীল।

(৬০) মেট্রোপলিটন ইনস্টিটিউট বর্তমানে কি নামে পরিচিত?

        বিদ্যাসাগর কলেজ।

(৬১) স্কটিশ চার্চ কলেজ আগে কি নামে পরিচিত ছিল?

      জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন।

(৬২) পটলডাঙ্গা একাডেমি বর্তমানে কি নামে পরিচিত?

       হেয়ার স্কুল।

(৬৩) প্রেসিডেন্সি কলেজ আগে কি নামে পরিচিত ছিল?

       হিন্দু কলেজ।

(৬৪) নীল কমিশন কবে গঠিত হয়?

      ১৮৬০ খ্রিস্টাব্দে।

(৬৫) গ্রামবার্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

       হরিনাথ মজুমদার।

(৬৬) অরিয়ান্টাল সেমিনারি কে প্রতিষ্ঠা করেন?

          গৌরমোহন অ্যাট।

(৬৭) বেথুন কলেজ থেকে কোন দুই মহিলা B.A পাস করেন?

      কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখি বসু।

(৬৮) পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কোন ঘোষণাপত্র কে মেঘনাকাটা বা মহাসনদ বলা হয়?

      উডের ডেসপ্যাচ।

(৬৯) ভারতে প্রথম স্থাপিত মহিলা স্কুল কোনটি?

       বেথুন স্কুল (১৮৪৯ খ্রিস্টাব্দে)।

(৭০) উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়?

   ১৮৫৪ খ্রিস্টাব্দে।

(৭১) চার্লস উড কে ছিলেন?

      বোর্ড অফ কন্ট্রোল এর সভাপতি।

(৭২) ‘এ্যানাটমী'ও ‘লন্ডন ফার্মাকোপিয়া'গ্রন্থটি কে রচনা করেন?

       মধুসূদন গুপ্ত।

(৭৩) ‘আমার স্বদেশ ভূমি'গ্রন্থটি কার লেখা? (To India my nativland)

     ডিরোজিও।

(৭৪) কোন ঘোষণাপত্রের উপর নির্ভর করে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল?

     চার্লস উডের ঘোষণাপত্র।

(৭৫) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলে?

      স্যার জেমস উইলিয়াম কল ভিল।

(৭৬) কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে কারা প্রথম স্নাতক (B.A) ডিগ্রী লাভ করেন?

      যদুনাথ বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

(৭৭) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?

       লর্ড ক্যানিং।

(৭৮) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

      স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

(৭৯) কোন উপাচার্যের সময়কাল ছিল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ?
        
      স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

(৮০) ডেভিড হেয়ার পেশায় কি ছিলেন?

        ঘড়ি ব্যবসায়ী।

(৮১) নব্য বঙ্গ আন্দোলনের প্রবক্তা কে?

       হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।

(৮২) নব্য বঙ্গ গোষ্ঠীর মুখপত্রের নাম কি ছিল?

      অ্যাথেনিয়াম।

(৮৩) প্রথম নবজাগরণ কোন দেশে কোন শহরে দেখা দিয়েছিল?

       ইটালিয়ান ফ্লোরেন্স শহরে।

(৮৪) বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন কে বলেছিল?

      অধ্যাপক অনিল শীল।

(৮৫) দক্ষিণা রঞ্জন মুখোপাধ্যায় কোন গোষ্ঠীর সদস্য ছিল?

       নব্য বঙ্গ গোষ্ঠীর।

(৮৬) তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন?

      দেবেন্দ্রনাথ ঠাকুর।

(৮৭) সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

      রাজা রামমোহন রায়।

(৮৮) হুগলির ইনামাবারা কে প্রতিষ্ঠা করেছিলেন?

      হাজী মোহাম্মদ মহসিন।

(৮৯) কোন রোগে আক্রান্ত হয়ে কবে ডিরোজিও মারা যান?

       জ্বরে আক্রান্ত হয়ে। (১৮৩১ খ্রিস্টাব্দে)

(৯০) ভারতের ইরাসমাস নামে কে পরিচিত?

      রাজা রামমোহন রায়।

(৯১) বাংলার নবজাগরণকে কে ঐতিহাসিক' প্রবঞ্চনা বলেছেন?

      বিনয় ঘোষ।

(৯২) শ্রীরামপুর ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন?

      উইলিয়াম কেরি।

(৯৩) হিন্দু পাওনিয়ার পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিল?

        ডিরোজিও এর অনুগামীরা।

(৯৪) নববিধান কে ঘোষণা করেন?

      কেশব চন্দ্র সেন।

(৯৫) কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন?

      কেশব চন্দ্র সেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন।

(৯৬) প্রাচ্য ও পাশ্চাত্য, পরিব্রাজক, ও বর্তমান ভারত গ্রন্থের লেখক কে ছিলেন?

       স্বামী বিবেকানন্দ।

(৯৭) বিজয় গোস্বামী কোথায় দেহত্যাগ করেন?

       পুরীতে।

(৯৮) বিজয় কৃষ্ণ গোস্বামী কোন ধর্মের প্রচারক ছিলেন?

      বৈষ্ণব ধর্ম।

(৯৯) ব্রাহ্মসমাজের ভাঙ্গনের পর সর্বশেষে কতগুলো শাখা গড়ে উঠেছিল?

      ৫০ টি।

(১০০) এশিয়ার মধ্যে ডিলিট উপাধি কে লাভ করেন?

      বেনীমাধব বড়ুয়া।

Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.