স্ট্যালাকটাইট কাকে বলে? স্ট্যালাকটাইট এর বৈশিষ্ট্য লেখো।
স্ট্যালাকটাইট কি?
কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের দ্বারা সৃষ্ট চুনাপাথরের জলীয় দ্রবণ অনেক সময় গুহার ছাদ থেকে অত্যন্ত ধীরে ধীরে ফোঁটার আকারে নিচে নামতে থাকে। এই অবস্থায় কখনো কখনো উষ্ণতা বৃদ্ধির কারণে চুনাপাথরের জলীয় দ্রবণের মধ্যবর্তী জল বাষ্পীভূত হওয়ার ফলে শুষ্ক চুনাপাথর স্তম্ভের আকারে স্ট্যালাকটাইট রূপে গুহার ছাদ থেকে ঝুলতে থাকে।
স্ট্যালাকটাইটগুলি গুহার ছাদের দিকে মোটা ও বিস্তৃত এবং মেঝের দিকে সরু ও তীক্ষ্ণ হয়।
স্ট্যালাকটাইট এর বৈশিষ্ট্য :
।. এগুলি গাছের ঝুড়ির মতো ঝুলতে থাকে।
।।. নিচের দিকে অংশ তীক্ষ্ণ হয়।
।।।. এগুলি হেলে বা তীর্যকভাবে অবস্থান করলে তাদের হালিক্তাইট বলে।
উদাহরণ -ভারতের পাঁচমারি তে বোরাগুহালু তে দেখা যায়।