নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি কি কি ? Class 12 Geography Suggestions And Important Questions Answers
নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি হলো
1.গিরিখাত:-
চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর দ্রবন কার্যের ফলে যে গভীর খাড়া ঢাল বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি হয়ে গিরিখাত বলে।
বৈশিষ্ট্য:
।.পার্শক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় বেশি হলে উপত্যকা গভীর হয়।
।।. সুরঙ্গের ছাদ ধসে সৃষ্টি হয়।
✓উদা:- উত্তর ভারতের তপকেস্বর নদীতে দেখা যায়।
2.অন্ধ উপত্যকা:-
কাস্ট অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদী সিঙ্কহোলে প্রবেশ করলে নদীর উৎস থেকে সিংহল পর্যন্ত জল শূন্য হয়ে পড়ে একই অন্ধ উপত্যকা বলে।
বৈশিষ্ট্য:-
।.এটি নদীর ঊর্ধ্ব উপত্যকাকে নির্দেশ করে।
।।.এই উপত্যকায় সব সময় জল থাকে।
।।।.এখানে ক্ষয় বেশি ও উপত্যকা গভীর হয়।
✓উদা:-ভারতের বোরাগুথ অঞ্চলে দেখা যায়।
3.শুষ্ক উপত্যকা:-
চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর সিঙ্কহোলে প্রবেশ করলে নদী উপত্যকা নিম্নাংশ জনশূন্য হয়ে পড়ে একে শুষ্ক উপত্যকা বলে।
বৈশিষ্ট্য:-
।.এই উপত্যকায় সবসময় জল থাকে না।
।।.এখানে কেবল বর্ষা ঋতুতে জল থাকে।
।।।.এই উপত্যকা অগভীর হয়।
✓উদা:-ভারতের বোরা ও কারেনুডা অঞ্চলে দেখা যায়।
4.প্রাকৃতিক সুরঙ্গ ও সেতু:-
কাস্ট অঞ্চলের দ্রবন কার্যের ফলে নদী সিংহলে প্রবেশ করলে যে সুরঙ্গ সৃষ্টি করে, তাকে প্রাকৃতিক সুরঙ্গ বলে।
সুড়ঙ্গের ছাদ ধ্বসে গিয়ে কমতে কমতে সেতুর মতো অবস্থান করলে তাকে সেতু বলে।
✓উদাঃ:-ভারতের মধ্যপ্রদেশের মারাদেয় পর্বতে দেখতে পাওয়া যায়
আরো প্রশ্ন দেখুন :