নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি কি কি ? Class 12 Geography Suggestions And Important Questions Answers

নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি হলো


What are the landforms created by the river
  1.গিরিখাত:-
চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর দ্রবন কার্যের ফলে যে গভীর খাড়া ঢাল বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি হয়ে গিরিখাত বলে।
  বৈশিষ্ট্য:
  ।.পার্শক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয়  বেশি হলে উপত্যকা গভীর হয়।
  ।।. সুরঙ্গের ছাদ ধসে সৃষ্টি হয়। 
✓উদা:- উত্তর ভারতের তপকেস্বর নদীতে দেখা যায়। 

  2.অন্ধ উপত্যকা:-
কাস্ট অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদী সিঙ্কহোলে প্রবেশ করলে নদীর উৎস থেকে সিংহল পর্যন্ত জল শূন্য হয়ে পড়ে একই অন্ধ উপত্যকা বলে। 

বৈশিষ্ট্য:-
 ।.এটি নদীর ঊর্ধ্ব উপত্যকাকে নির্দেশ করে। 
 ।।.এই উপত্যকায় সব সময় জল থাকে। 
 ।।।.এখানে ক্ষয় বেশি ও উপত্যকা গভীর হয়। 

 ✓উদা:-ভারতের বোরাগুথ অঞ্চলে দেখা যায়। 

 3.শুষ্ক উপত্যকা:-
চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর সিঙ্কহোলে প্রবেশ করলে নদী উপত্যকা নিম্নাংশ জনশূন্য হয়ে পড়ে একে শুষ্ক উপত্যকা বলে।

 বৈশিষ্ট্য:-
 ।.এই উপত্যকায় সবসময় জল থাকে না।
 ।।.এখানে কেবল বর্ষা ঋতুতে জল থাকে। 
 ।।।.এই উপত্যকা অগভীর হয়। 
 ✓উদা:-ভারতের বোরা ও কারেনুডা অঞ্চলে দেখা যায়। 

 4.প্রাকৃতিক সুরঙ্গ ও সেতু:-
কাস্ট অঞ্চলের দ্রবন কার্যের ফলে নদী সিংহলে প্রবেশ করলে যে সুরঙ্গ সৃষ্টি করে, তাকে প্রাকৃতিক সুরঙ্গ বলে। 
   সুড়ঙ্গের ছাদ ধ্বসে গিয়ে কমতে কমতে সেতুর মতো অবস্থান করলে তাকে সেতু বলে।
 ✓উদাঃ:-ভারতের মধ্যপ্রদেশের মারাদেয় পর্বতে দেখতে পাওয়া যায়

আরো প্রশ্ন দেখুন :

Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.