Best Discounted Deals & Offers Join Now
JOIN & SUBSCRIBE

কাস্ট অঞ্চল গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা করো। Class 12 Geography Question Answer And Suggestions

কাস্ট অঞ্চল গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা করো। 

Describe the favorable environment for the formation of caste zones

কাস্ট ভূমিরূপ গঠনে প্রধান শর্ত গুলি হল-


আয়তন:- চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলটির আয়তন বিশাল হওয়া প্রয়োজন। 


শিলার গভীরতা:- চুনাপাথর স্তরের গভীরতা 4000 মিটার এর বেশি হওয়া প্রয়োজন। 

উদাহরণ:-জামাইকায় 7000 মিটারের বেশি গভিরতা রয়েছে।

বিশুদ্ধ চুনাপাথরের উপস্থিতি:- ভূবিজ্ঞানীদের মতে অঞ্চলটিতে বিশুদ্ধ  CaCo3 থাকা আবশ্যক। 

দ্রাব্য  শিলার নিচে অদ্রাব্য সিদের উপস্থিতি:- এই অবস্থা থাকলে জলপ্রবাহ কাস্ট ভূমিরূপ গঠনে কার্যকরী ভূমিকা পালন করে।

জলের দ্রাব্যতা:- অঞ্চলটিতে বার্ষিক গড় বৃষ্টিপাত 30 সেমি হওয়া প্রয়োজন। 

উচ্চতা:-  সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উচ্চতা হওয়া দরকার কারণ অল্প হলে সীমায় এ পরিণত হবে। 

ভৌম জলের প্রবাহমানতা:-কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য ভৌমজলের প্রবাহমানতা থাকা প্রয়োজন। 

উদা :-উপরিউক্ত অনুকূল পরিবেশের জন্য আর্ডিয়াতিক  সাগরের তীরবর্তী সিলি কাস্ট ভূমিরূপ গড়ে উঠেছে।

অন্যান্য প্রশ্ন গুলি :



Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.