কাও তাও প্রথা কি? 4.94/169 rates কাও তাও প্রথা কি?বাণিজ্যিক উদ্দেশ্যে আসা কোনো দূত যদি চিন সম্রাটের সাক্ষাতপ্রার্থী হন, তখন তাকে চিন সম্রাটের সামনে নতজানু হয়ে বস্যতা স্বীকার করতে হতো। এই প্রথা কাও তাও প্রথা নামে পরিচিত।এই প্রথার প্রচলন চিনে শুরু হয়েছিল।