ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখ।

ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখ।

ভূমিকা: 
বর্তমানের যুগ মধ্যযুগ হিসেবে কথিত। সব রকমের খুঁটিনাটি তথ্য পেতে আমরা ইন্টারনেটের সাহায্য নিয়ে থাকি এবং প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকি।

 ইন্টারনেটের সুবিধা :

 (১) বিভিন্ন গবেষণা সংক্রান্ত নিত্যনতুন বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায়।

(২) ইন্টারনেটে প্রশ্ন লিখে সহজে সরাসরি উত্তর পাওয়া যায় বা তথ্য গুলি সম্পর্কে সহজে অবহিত হওয়া যায়।

(৩) দেশ বিদেশের খবর খুব অল্প সময়ে সহজে পাওয়া যায়।

(৪) নানা ধরনের অনলাইন লাইব্রেরী থেকে মূল গ্রন্থের কপি পাওয়া সম্ভব হয়।

(৫) অজানা তথ্য কিছু সংগ্রহ করে অবহিত হওয়া যায়।

ইন্টারনেটের অসুবিধা :

(১) ইন্টারনেট এর ফলে সমগ্র গ্রন্থ পাঠের অভ্যাস ব্যাহত হয়।

(২) সব বই এর E সংস্করণ মেলে না। মিললেও তা ব্যয় সাপেক্ষ।

(৩) ইন্টারনেটে আজকাল কেউ কেউ নিজের মনগড়া ভুল তথ্য আপলোড করছে তা ব্যবহার করতে গিয়ে পাঠক-পাঠিকারা সমস্যার সম্মুখীন হচ্ছে।

(৪) বহু ক্ষেত্রে ইন্টারনেটে কোনো কোনো গবেষণা কাজে সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় না।

মূল্যায়ন:
 সুতরাং বলা বাহুল্য যে ইন্টারনেটে ত্রুটি-বিচ্যুতি থাকলেও সহজে ও সুলভে তথ্য পেতে এবং সমস্যার সমাধান ঘটাতেই ইন্টারনেটের গুরুত্ব কে খাটো করে দেখা উচিত নয়।

আরো জানুন :

 শিল্পচর্চার ইতিহাস সম্পর্কে লিখ ।

Next Post Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel