Best Discounted Deals & Offers Join Now
JOIN & SUBSCRIBE

Part 2 : উচচমাধ্যমিক ইতিহাস ছোট প্রশ্ন ও উত্তর [YEAR] | HS History SAQ Questions And Answer

Higher Secondary Model Questions | ক্লাস 12 ইতিহাস


21। বন্দীবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিলো?

1760 খিস্টবদে। ইংরেজ ও ফরাসি।

22। কত খিষ্টাবদের মধ্যে ভারতে ফরাসি শক্তির অবসান ঘটে  ?

1762 খিষ্টাবদে

23। বিদোরার  যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিলো?

ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ সংগে ওলন্দাজদের সঙ্গে 1759 খিস্টাবদে।

24 . 1760 খিস্টাবদের বিপ্লব কি ?

ওলন্দাজদের সঙ্গে সরযন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে ইংরেজ গভর্ণর ভেন্সিস্টার্ট মীর জাফর কে পদচ্যুত করে, তার জামাতা মীর কাসিম কে বাংলার সিংহাসনে বসেন। 1760 খ্রিস্টাব্দে এভাবে বিনা রক্তপাতে নববীর পরিবর্তনের ঘটনা 1760 খ্রিস্টাব্দে বিপ্লব নামে পরিচিত।

25। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা এবং দ্বিতীয় সম্মিলিত বাহিনীর মধ্যে 1764 খ্রিস্টাব্দে।

26। ইংরেজ কবি কার কাছ থেকে দেওয়ানি লাভ করে?

1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময় ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ করে।

27। কবে কাদের মধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়?

1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা মধ্যে।

28। দ্বৈত শাসন কি?

1764 খ্রিস্টাব্দে থেকে 1772 খ্রিস্টাব্দে পর্যন্ত বাংলার নবাব ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা লাভ করে এবং বাংলার নবাব ও কোম্পানির এই দ্বিমুখী শাসন ইতিহাসে দৈত্য শ্রেণী নামে পরিচিত।

29। রেজাক হয় এবং সীতার বাই কে ছিলেন?

ক্লাইভ এর আমলে মোহাম্মদ রেজা খাঁ ছিলেন বাংলার এবং সিতা বাই ছিলেন উড়িষ্যা রাজস্ব আদায়কারী নায়েব।

30। বাংলা দ্বিতীয় শাসনের অবসান কে কবে করেন?

1772 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল  ওয়ারেন হেস্টিংস।

31। প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কোন সন্ধির দ্বারা সমাপ্ত হয়?

1769 খ্রিস্টাব্দের মাদ্রাজের সন্ধি দ্বারা।

32। সলবাইয়ের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

1782 খ্রিস্টাব্দে ইংরেজি ও মারাঠাদের মধ্যে।

33। সলবাই সন্ধি দুটি শর্ত লেখ?

1. ইংরেজরা দ্বিতীয় মাধবরাও কে পেশোয়া বলে মেনে নেয়।
2. রঘুনাথের আগে বার্ষিক বৃত্তি দেওয়ার স্বীকৃতি দেওয়া হয় ।

34। কবে কাদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়?

1784 খ্রিস্টাব্দে মহীশুরের শাসক টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়

35। সিরঙ্গপথনামের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

1792 খ্রিস্টাব্দ মহীশূড়ের শাসক টিপু সুলতান এবং ইংরেজির মধ্যে।



Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.