Class 12 Model Answers Suggestions | দ্বাদশ শ্রেণির ইতিহাস
মুর্শিদখুলি খাঁ 1717 খিস্টাব্দে
2. হায়দ্রাবাদে স্বাধীন নবাবির সূচনা কে করেছিল?
নিজাম - উল - মূলক। 1724 খিস্টাব্দে
3. অযোধ্যায় স্বাধীন নবাবির সূচনা কে করেছিলেন?
সাদাত খাঁ.1724 খিস্টাব্দে
4. মহিসুরে স্বাধীন নবাবির সূচনা কে করেছিল?
হায়দার আলী 1761 খিস্টাব্দে
5. ভারতে কোন কোন ইউরোপিও শক্তি বাণিজে উদ্যেশে এসেছিলো?
ইংরেজ, ফরাশি, পর্তুগীজ, দীনেমার ডাচ বা অলন্দাজ.
6. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ভারতের কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিল?
1613 খিস্টাব্দে। সুরাটে
7. পর্তুগিজরা ভারতের কোথায় কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল?
কালিকট, কোচিন, গোয়া, দমন, দিউ, সোলশেঠ, বেসিন, মুম্বাই, হুগলি প্রভিতি স্থানে।
8. কলকাতা নগরের উথান ঘটে কত সালে!
1690 খিস্টাব্দে
9. কারা মাদ্রাজ ফোর্ট জর্জ দুর্গ এবং কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন?
ইংরেজরা
10. নবাব মুর্শিদখুলি খাঁ এবং নবাব আলিবর্দি খাঁ এরপর কে বাংলার সিংহাসনে বসেন?
সিরাজ - উদ - দৌলা -1756 খিস্টাব্দে
11. সিরাজ উদ দৌলা কবে কলকাতায় আক্রমণ ও ফোর্ট উইলিয়াম দখল করেন?
1756 খিস্টাব্দে কলকাতা আক্রমণ ও 20 জুন ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন।
12. ইংরেজ কোম্পানি সিরাজ উদ দৌলার হাত দেখে বাঁচানোর জন্য কাকে আশ্রয় দিয়েছিলেন?
ঢাকার দেওয়ান রাজবল্লবের পুত্র কৃষ্ণদাস বা কৃষ্ণবল্লভ কে ইংরেজ রা কলকাতায় আশ্রয় দিয়েছিলেন।
13. অন্ধকূপ হত্যা কি?
হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন 20 জুন নবাবের নির্দেশ কলকাতায় বন্দি 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 18 ফুট 10 ইঞ্চি চাওড়া একটি ছোটো ঘরে আটকে রাখা হয় পরের দিন দেখা যাই বন্দিদের মধ্যে 123 জন শাসরুদ্ধ হয়ে মারা গেছে এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলে।
14. কলকাতা দখল করে সিরাজুদদৌলা কলকাতায় কি নামকরণ করেন?
আলীনগর
15. আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
1757 খিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ দৌলা ও কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে.
16. কবে কাদের মধ্যে পলাশীর যুদ্ধ হয়েছিল?
1757 খিস্টাব্দে 23 জন বাংলার নবাব সিরাজ উদ দৌলা এবং কলকাতা ইংরেজ কর্তৃপক্ষের মধ্যে পলাশীর যুদ্ধ হয়েছিল।
17. পলাশীর যুদ্ধে উভয় পক্ষের প্রধান সেনাপতি কে ছিলেন?
1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ সিরাজউদ্দৌলা বাহিনীর মীরজাফর এবং ইংরেজ বাহিনীর লর্ড ক্লাইভ।
18। পলাশী যুদ্ধের জন্য সিরাজের অহমিকা এবং অর্থলভকে কে দায়ী করেছিলেন?
ইংরেজ ঐতিহাসিক S. C. HIL.
19. ডুপ্লে কে ছিলেন?
পন্ডিচেরির ফরাশি শাসনকর্তা
20. প্রথম করনাটকের যুদ্ধ বা মাইলাপুর না সেন্ট থোসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
1746 খিস্টাব্দে ইংরেজ ও ফরাশি