WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

গ্রামীণ বসতি ও পৌর বসতির মধ্যে পার্থক্য লেখ

গ্রামীণ বসতি ও পৌর বসতির পার্থক্য

আয়তন ও পরিবেশ :
গ্রামীণ বসতি আয়তনে ছোট, এখানে কৃষি জমি, গাছপালা, পুকুর, তৃণভূমি উপস্থিতির জন্য খোলামেলা পরিবেশ থাকে।

পৌর বসতি অপেক্ষাকৃত বড়, বড় বড় পাকা বাড়ি, পাকা রাস্তা, যানবাহন ও কলকারখানার ধোয়ার জন্য দূষিত থাকে।

বসতির বাড়ির আকৃতি :
গ্রামীণ বসতিতে মাটির বাড়ির প্রাধান্যই বেশি দেখা যায়।
পৌর বসতিতে বহুতল বিশিষ্ট বাড়ির প্রাধান্যই বেশি।

জীবিকা :
গ্রামীণ বসতি এলাকার মানুষরা প্রধানত কৃষি কাজে যুক্ত।
পৌর বসতি এলাকার মানুষেরা প্রধানত অ-কৃষি জীবীতে যুক্ত।

শাসনতন্ত্র :
গ্রামীণ বসতিতে পঞ্চায়েত ব্যবস্থা দ্বারা শাসনতন্ত্র চালানো হয়।
পৌর বসতিতে পৌর ব্যবস্থা দ্বারা শাসনতন্ত্র চালানো হয়।

জনঘনত্ব :
গ্রামীণ বসতিতে অপেক্ষাকৃত কম জনসংখ্যা দেখা যায় ফলে এখানকার জনঘনত্ব কম।
পৌর বসতিতে অপেক্ষাকৃত বেশি জনঘনত্ব দেখা যায়।

আর্থিক ভিত্তি :
গ্রামীণ বসতিতে কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়।
পৌর বসতিতে অ-কৃষি ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়।

সাক্ষরতার হার:
গ্রামীণ বসতিতে সাক্ষরতার হার কম।
পৌর বসতিতে সাক্ষরতার হার বেশি।

চিকিৎসা ব্যবস্থা:
গ্রামীণ বসতিতে চিকিৎসার সুযোগ কম।
পৌর বসতিতে চিকিৎসার সুযোগ বেশি।

যোগাযোগ ব্যবস্থা:
গ্রামীণ বসতিতে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত।
পৌরবাতিতে যোগাযোগ ব্যবস্থা উন্নত।
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url