WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

দ্বাদশ শ্রেণীর ভূগোলের জনবসতি অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর

প্রথম শ্রেণীর শহর কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর : যে সমস্ত শহরে জনসংখ্যা এক লক্ষ ও তার বেশি সেই শহরকে প্রথম শ্রেণীর শহর বলে।

উদাহরণ : ভারতে ৭০০ টি এরূপ শহর রয়েছে এর মধ্যে মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এদের A1 সিটি বলে।

ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেট কি ?

প্রবক্তা : ক্রিস্টোলা তার কেন্দ্রীয় স্থান তত্ত্বে রোড সাইট হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন।

সংজ্ঞা : মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে ২ থেকে ২৫ টি ঘর নিয়ে যে গ্রাম গড়ে ওঠে তাকে হ্যামলেট বলে।

বৈশিষ্ট্য :
1. এখানে কথাকথিত অস্পৃশ্য সম্প্রদায় লোকেরা বাস করে।
2. প্রধান বসতি থেকে দূরে গড়ে ওঠে।

উদাহরণ : অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার কোটটা ভালসা ও পাপুরা ভালসা।

মহানগর বা মেট্রোপলিস কাকে বলে?

গ্রীক শব্দ মেট্রোপলিসের অর্থ মূল নগরী বা মাদারসিটি। অর্থাৎ 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর বসতিকে মহানগর বলে।
উদাহরণ : 2011 সালে জনগণনা অনুসারে ভারতে মহানগরের সংখ্যা 54 টি। যেমন - কলকাতা, দিল্লি, মুম্বাই।

মেগাসিটি কাকে বলে ?

৫০ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগাসিটি বলে।
উদাহরণ : কলকাতা, মুম্বাই, টোকিও।

পৌর পুঞ্জ কাকে বলে ?

1915 সালে প্যাট্রিক গেডেস এই কথাটি প্রথম ব্যবহার করেন।
সংজ্ঞা : মূলনগরের সাথে একাধিক পৌর বসতির পরস্পর মিলনকে পৌরপুঞ্জ বলে।

শুষ্ক বিন্দু বসতি কাকে বলে?

কোন উচ্চভূমি বা শুষ্ক জায়গাকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে শুষ্ক বিন্দু বসতি বলে।

উৎপত্তি :
বন্যার সময় জলের হাত থেকে বাঁচার জন্য বিক্ষিপ্ত অবস্থায় কোন উচ্চভূমির শুষ্ক অঞ্চলকে কেন্দ্র করে এই বসতি গড়ে ওঠে।
উদাহরণ : গঙ্গা ও ঘর্ঘরা নদীর প্লাবন সমভূমিতে এই বসতি গড়ে ওঠে।

জলবিন্দু বসতি কাকে বলে?

ভৌম জলের উৎস কে কেন্দ্র করে তার চারপাশে যে বসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে।

উৎপত্তি :
মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলের ভৌম জল বা প্লায়াকে কেন্দ্র করে এই বসতি গড়ে ওঠে।

উদাহরণ : থর মরুভূমির বানাজারা উপজাতির বসতি।
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url