গ্রামীণ জনবসতির কর্মধারা গুলি হলো -
কৃষিভিত্তিক গ্রাম :
কৃষি কাজের উপযোগী প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে পৃথিবীর বেশিরভাগ গ্রাম গড়ে ওঠে।
উদা: ভারতের পার্বত্য অঞ্চলে সংকীর্ণ উপত্যকায় রৈখিকভাবে এই গ্রাম দেখা যায়।
মৎস্য শিকার গ্রাম :
সমুদ্র উপকূল, নদী, হ্রদ ইত্যাদি ছোট বড় জলাশয়ে মৎস্য শিকারকে কেন্দ্র করে এই গ্রাম গড়ে ওঠে।
উদা:
বঙ্গোপসাগরের তীরে জুনপুর একটি মাত্র ভিত্তিক গ্রাম।
সবুজ গ্রাম :
বনভূমির ওপর নির্ভর করে যে গ্রাম গড়ে ওঠে তাকে সবুজ গ্রাম বলে।
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই ধরনের গ্রাম গড়ে ওঠে।
খনিজ ভিত্তিক গ্রাম :
খনিজ সমৃদ্ধ অঞ্চলে ছোট ছোট খুনের নিকট এই ধরনের গ্রাম গড়ে উঠেছে।
উদা: উড়িষ্যার বোলানি একটি খনিজ ভিত্তিক গ্রাম।
পশুপালন ভিত্তিক গ্রাম :
তৃণভূমি, মরুভূমি ও পার্বত্য অঞ্চলে পশু পালনের উপর নির্ভর করে এই ধরনের গ্রামগুলি গড়ে উঠে।
উদা : পশ্চিম হিমালয় এ ধরনের গ্রাম দেখা যায়।
বাজারভিত্তিক গ্রাম :
দৈনিক ও সাপ্তাহিক বাজার কে কেন্দ্র করে এই ধরনের গ্রামগুলি গড়ে ওঠে।
উদা : গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই ধরনের গ্রাম দেখা যায়।