গ্রামীণ বসতি কাকে বলে? বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ কর

গ্রামীন বসতি :

ভূগোলবিদ স্ট্যাম্পের মতে যেখানে প্রচুর সূর্যালোক আছে, চাষের উর্বর জমি রয়েছে ও ফসল তোলা বা রাখার জন্য প্রচুর জায়গা রয়েছে সেখানে গড়ে ওঠা বসতিকে গ্রামীণ বসতি বলে।

1971 সালে ভারতীয় আদমশুমারি অনুযায়ী গ্রামীণ বসতির বৈশিষ্ট্য হল -
১. যেখানে জনসংখ্যা পাঁচ হাজারের কম তাকে গ্রামীণ বসতি হিসেবে ধরা হয়।
২. এখানে লোক সংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৪০০ জনের কম হয়।
৩. এখানে ৭৫ শতাংশ পুরুষ কর্মী কৃষি বা ঐ জাতীয় কাজে নিযুক্ত হয়।
৪. গ্রামকে সরকারি ভাষায় মৌজা বলে এবং এটি হলো ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট।

শ্রেণীবিভাগ
কেন্দ্রীয় ভবনের প্রকৃতি অনুযায়ী গ্রামীণ বসতিকে ভাগে ভাগ করা যায় -
1. গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি 
2. বিক্ষিপ্ত গ্রামীণ বসতি

About the author

Tanmay
I'm Tanmay Bag, a Diploma Engineer and lifelong learner.

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।