JOIN & SUBSCRIBE

জনসংখ্যা বিবর্তনের মডেল বলতে কী বোঝো

জনসংখ্যা বিবর্তন মডেল

কোন দেশের জন্মহার ও মৃত্যু হারে ক্রম পরিবর্তন দ্বারা যখন জনসংখ্যার ধারাবাহিক বিবর্তনের ক্রমপর্যায় আলোচনা করা হয় তখন তাকে জনসংখ্যা বিবর্তন মডেল বলে।

প্রবক্তা :
1929 সালে ওয়ার্নার থমসন এটি প্রথম প্রবর্তন করেন।



পর্যায় বৈশিষ্ট্য উদাহরণ
 প্রথম পর্যায়  1. উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার।
2. স্বল্প জনসংখ্যা বৃদ্ধি।
3. কৃষিভিত্তিক দুর্বল অর্থনীতি।
 জাম্বিয়া,  সোয়াজিল্যান্ড
 দ্বিতীয় বা নবীন পাশ্চাত্য পর্যায়  1. উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার।
2. জনসংখ্যা দ্রুত বৃদ্ধি।
3. শিল্পের উন্নয়ন ও উন্নয়নের শুরু।
 চীন, ভারত, বাংলাদেশ ইত্যাদি
 তৃতীয় বা আধুনিক পাশ্চাত্য পর্যায়  1. নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহার।
2. জনসংখ্যা বৃদ্ধি হ্রাস।
3. আধুনিক কৃষি শিল্প ও বাণিজ্য সহ সবল অর্থনীতি।
 আমেরিকা, জাপান
 চতুর্থ বা পরিণত পর্যায়  1. নিম্ন জন্মহার ও অতি নিম্ন মৃত্যুহার।
2. জনসংখ্যার স্থিতাবস্থা।
3. প্রয়োজনের তুলনায় জনসংখ্যা হ্রাস, সবল অর্থনীতি দুর্বল হওয়ার সম্ভাবনা ইত্যাদি।
 ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ইত্যাদি

Related Questions ⁉️

Previous Post
No Comment
Add Comment
comment url