WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

জনস্বল্পতা, জনাকীর্ণতা ও কাম্য জনসংখ্যা কাকে বলে ও বৈশিষ্ট্য

জনস্বল্পতা, জনাকীর্ণতা ও কাম্য জনসংখ্যা কাকে বলে ও বৈশিষ্ট্য

জনস্বল্পতা ( Under Population)

যখন প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হয় তখন তাকে জনস্বল্পতা বলে।

বৈশিষ্ট্য :
1. শ্রম শক্তির অভাবে সম্পদ উৎপাদন ব্যাহত হয়।
2. কৃষি ও শিল্পে অনুন্নত এবং জনপ্রতি আয় কম হয়।
3. প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা কম হয়।
4. সম্পদ উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধি খুবই মন্থর গতিতে চলে।

জনাকীর্ণতা (Over Population)

কোন দেশের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি হলে তাকে জনকীর্ণতা বলে।

বৈশিষ্ট্য:
1. মানুষ জমি অনুপাত কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশি।
2. শ্রম শক্তি উদ্বৃত্ত হওয়ার ফলে বেকারত্ব সৃষ্টি হয়।
3. কার্যকর জমির উপর চাপ বাড়ে, অতিরিক্ত ব্যবহারের ফলে জমির অবক্ষয়ের সম্ভাবনা থেকেই যায়।

কাম্য জনসংখ্যা

কোন দেশের প্রাপ্ত সম্পদের সর্বাধিক ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ জনসংখ্যার জীবনযাত্রার মানের চরমতম ও সর্বাঙ্গীন স্বাচ্ছন্দ প্রদান করা হয় সেই নির্দিষ্ট জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে।

বৈশিষ্ট্য :
1. জনসংখ্যা ও উৎপাদিত সম্পদের মধ্যে ভারসাম্য সূচিত করে।
2. জনাকীর্ণতা বা জনস্বল্পতার নির্দেশক বা পরিমাপক রূপে কাজ করে।
3. দেশের অর্থনৈতিক উন্নয়নকে সুদৃঢ় করে।
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url