মানুষ জমি অনুপাত কাকে বলে? সূত্র ও বৈশিষ্ট্য লেখ।
মানুষ জমি অনুপাত কাকে বলে? সূত্র ও বৈশিষ্ট্য লেখ।
কোন দেশে মোট জনসংখ্যা এবং মোট কার্যকরী জমির পরিমাণের অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে।
নির্ণয় পদ্ধতি :
মানুষ জমির অনুপাত = ( মোট জনসংখ্যা + তাদের কর্মদক্ষতা + সংস্কৃতি ) ÷ ( মোট কার্যকরী জমির পরিমাণ × জমির উৎপাদন ক্ষমতা )
বৈশিষ্ট্য :
মানুষের প্রকৃতি : এক্ষেত্রে সংস্কৃতি মনস্ক ও দক্ষ মানুষকে বিবেচনা করা হয়।
জমির প্রকৃতি : সম্পদ উৎপাদনে সক্ষম জমিকেই বিবেচনা করা হয়।
গুণগত পরিমাপ : এটি মানুষ ও জমির গুণগত পরিমাপকে নির্দেশ করে।
জীবনযাত্রার মান : এটি থেকে মানুষের জীবনযাত্রার মান ধারণা করা যায়।
কাম্য জনসংখ্যা : এই অনুপাত থেকে কাম্য জনসংখ্যা বা আদর্শ মানুষ ও জমির অনুপাত সম্পর্কে ধারণা পাওয়া যায়।