মানুষ জমি অনুপাত কাকে বলে? সূত্র ও বৈশিষ্ট্য লেখ।

মানুষ জমি অনুপাত কাকে বলে? সূত্র ও বৈশিষ্ট্য লেখ।

কোন দেশে মোট জনসংখ্যা এবং মোট কার্যকরী জমির পরিমাণের অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে।

নির্ণয় পদ্ধতি :
মানুষ জমির অনুপাত = ( মোট জনসংখ্যা + তাদের কর্মদক্ষতা + সংস্কৃতি ) ÷ ( মোট কার্যকরী জমির পরিমাণ × জমির উৎপাদন ক্ষমতা )

বৈশিষ্ট্য :
মানুষের প্রকৃতি : এক্ষেত্রে সংস্কৃতি মনস্ক ও দক্ষ মানুষকে বিবেচনা করা হয়।

জমির প্রকৃতি : সম্পদ উৎপাদনে সক্ষম জমিকেই বিবেচনা করা হয়।

গুণগত পরিমাপ : এটি মানুষ ও জমির গুণগত পরিমাপকে নির্দেশ করে।

জীবনযাত্রার মান : এটি থেকে মানুষের জীবনযাত্রার মান ধারণা করা যায়।

কাম্য জনসংখ্যা : এই অনুপাত থেকে কাম্য জনসংখ্যা বা আদর্শ মানুষ ও জমির অনুপাত সম্পর্কে ধারণা পাওয়া যায়।
Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.