JOIN & SUBSCRIBE

জনঘনত্ব কাকে বলে? বৈশিষ্ট্য লেখ।

জনঘনত্ব কাকে বলে? বৈশিষ্ট্য লেখ।

জনঘনত্ব :

কোন দেশ বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা এবং ওই অঞ্চলের মোট জমির পরিমাণ এই দুইয়ের অনুপাতকে জনঘনত্ব বলে।

সূত্র নির্ণয় পদ্ধতি :
জনঘনত্ব = মোট জনসংখ্যা ÷ ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল

উদাহরণ :
২০১১ সালে আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব হল ৩৮২ জন/বর্গ কিমি

বৈশিষ্ট্য :

1. পরিমাণগত সম্পর্ক
জনঘনত্ব পরিমাণগত সম্পর্ককে প্রতিফলিত করে কিন্তু গুণগত সম্পর্ককে প্রতিফলিত করে না।

2. দ্বিমাত্রিক ধারণা
জনঘনত্বে দৈর্ঘ্য প্রস্থ যুক্ত জমির দ্বিমাত্রিক ধারণার প্রকাশ ঘটায়।

3. জন বন্টন
এটি থেকে কোন দেশের প্রকৃত জনসংখ্যা জানা যায় না কেবলমাত্র জন বন্টন জানা যায়।

4. কাম্য জনসংখ্যা
এটি থেকে কোন দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় না।

5. অর্থনৈতিক অবস্থা
জনঘনত্ব থেকে কোন দেশের অর্থনৈতিক অবস্থান জানা যায় না।

Related Questions ⁉️

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url