WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe

একাদশ শ্রেণীর এডুকেশন তৃতীয় অধ্যায়ের (শিক্ষার বিভিন্ন রূপ) সমস্ত ছোট প্রশ্ন ও উত্তর নোটস পিডিএফ [MONTH] [YEAR]

একাদশ শ্রেণীর এডুকেশন - শিক্ষার বিভিন্ন রূপ | Class 11 Education Short Question Suggestions Notes PDF


 1. সব থেকে প্রাচীন গণমাধ্যম টির নাম কি?

 ➞ সংবাদপত্র।

2. পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান?
➞ পরিবার হলো অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠান।

3. জাতীয় মুক্ত বিদ্যালয় কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
➞ ভারতে 1989 সালে দিল্লিতে জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

4. ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয়টির নাম কি?
➞ 1982 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে স্থাপিত ডঃ বি আর আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি।

5. ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কবে স্থাপিত হয়?
➞ 1985 খ্রিস্টাব্দে দিল্লিতে।

6. এশিয়ার বৃহৎ বিশ্ববিদ্যালয় টির নাম কি?
➞ এশিয়ার বৃহৎ বিশ্ববিদ্যালয় টি হল ইগ্নু বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়।

7. পশ্চিমবঙ্গের দুটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম লেখ?
➞ পশ্চিমবঙ্গের দুটি মুক্ত বিশ্ববিদ্যালয় হল 1.নেতাজি বিশ্ববিদ্যালয় 2.ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়।

8. কত সালে রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
➞ 2001 সালে রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

9. কোন শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট পাঠক্রম থাকে না?

➞ নমনীয়তার শিক্ষা ব্যবস্থা।

10. শিশুর প্রথম সু অভ্যাস সুগঠিত হয় কোথায়?
➞ পরিবারে।

11. ইকো ক্লাব কি?
➞ ইকো ক্লাব হলে একটি পরিবেশ বিষয়ক সংস্থা।

12. প্রথা মুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য লেখ?
➞ প্রথা মুক্ত শিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, নমনীয়তা।

13. পশ্চিমবঙ্গের নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
➞ 1997 খ্রিস্টাব্দ।

14. নৈশ বিদ্যালয় কি ধরনের প্রতিষ্ঠান?
➞ নৈশ বিশ্ববিদ্যালয় হল অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান।

15. নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখ?
➞ বিদ্যালয়।

 16. শ্রবণ ও দর্শন যুক্ত গণশিক্ষার মাধ্যম কি?
 ➞ দূরদর্শন।
 
 17. স্মৃতিনির্ভর গণশিক্ষার মাধ্যমটি কি?

➞ বেতার।

 18. শিক্ষার রূপ কয়টি?
 ➞ তিনটি প্রথাগত, প্রথা বহির্ভূত, দূরাগত শিক্ষা প্রতিষ্ঠান।
 
 19. বর্তমান জগতে অত্যন্ত জনপ্রিয় গণমাধ্যমটি কি?
➞ চলচিত্র।

20. অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে?
➞ যে শিক্ষা প্রক্রিয়া সর্বদা অনিয়ন্ত্রিতভাবে বা অপরিকল্পিত ভাবে ব্যক্তি জীবনে যে কোনো সময়ে ঘটমান, তাই হল অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা।

21. পরিবারে একটি শিক্ষামূলক কাজ কি?
➞ পরিবারে একটি শিক্ষামূলক কাজ হল প্রাথমিক আচরণের শিক্ষাদান।

22. জ্ঞানবানি শিক্ষার কর্মসূচি কোথায় দেখানো হয়?
➞ দূরদর্শন।
■ More Posts from -
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url