বাণিজ্যিক শস্য হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র গম চাষে উন্নত কেন?

যুক্তরাষ্ট্রে গম চাষের উন্নতির কারণ

মার্কিন যুক্তরাষ্ট্র গম উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে। এখানে প্রেইরি অঞ্চলের উত্তরে ডাকোটা, দক্ষিণ ডাকোটা, মন্টানা প্রভৃতি অঞ্চলে প্রচুর গম চাষ হয় তাই প্রেইরী সমভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। নিম্নে মার্কিন যুক্তরাষ্ট্রে গম চাষের উন্নতির কারণ বর্ণনা করা হলো -

প্রাকৃতিক পরিবেশ

জলবায়ু :
এখানে প্রধানত নাতিশীতোষ্ণ জলবায়ু থাকায় গম চাষের সুবিধা রয়েছে।

উষ্ণতা :
এখানে শীতকালীন ও বসন্তকালীন উষ্ণতা ১২ থেকে ১৬ ডিগ্রি থাকে যা গম চাষের আদর্শ।

আদ্রতা :
গম চাষের জন্য প্রয়োজনীয় আদ্রতা প্রথম পর্যায় থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত অক্ষুণ্ণ থাকে।

তুষার মুক্ততা :
আমেরিকাতে শীতকালীন গম চাষে মাঝে মাঝে তুষারপাত হলেও আধুনিক পদ্ধতিতে তুষার গলানোর ব্যবস্থা রয়েছে।

মৃত্তিকা :
রেড মিসৌরি কানসাস প্রভৃতি নদী অববাহিকার উর্বর পডজল মৃত্তিকা গম চাষের জন্য আদর্শ।

অর্থনৈতিক পরিবেশ

আধুনিক যন্ত্রপাতি :
বিরাট মাপের জমি গুলিতে ট্রাক্টর, হার্ভেস্টার, ব্রডকাস্ট সিডার প্রভৃতি আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের উপযোগী রয়েছে।

উন্নত পরিবহন :
আমেরিকাতে উন্নত পরিবহন ব্যবস্থা থাকার ফলে গম রপ্তানিতে সুবিধা পায়।

অন্যান্য :
এগুলি ছাড়াও উন্নত বীজ, আধুনিক সংরক্ষণ পদ্ধতি, রাসায়নিক সারের প্রয়োগ, মাটি পরীক্ষার ব্যবস্থা, কৃষি বীমা ইত্যাদি কারণে গম চাষের উন্নতি হয়েছে।
Next Post Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel