একাদশ শ্রেণীর নুন কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Class 11 Bengali Nun Important Short Question Suggestions) [YEAR]

একাদশ শ্রেণীর নুন কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Class 11 Bengali Nun Important Short Question Suggestions)

1। নুন কবিতার কবি কে?

➞ নুন কবিতার কবি হলেন জয় গোস্বামী।

2। নুন কবিতার মূল কাব্যের নাম কি?
➞ ভুতুম ভগবান।

3। নুন কবিতায় আমাদের বলতে কি বুঝিয়েছেন?
➞ নুন কবিতায় আমাদের বলতে বাপ বেটা অর্থাৎ সমস্ত দারিদ্র পীড়িত মানুষের প্রতিনিধি বাপ-বেটাকে বুঝিয়েছে।

4। গঞ্জিকা শব্দের অর্থ কি?
➞ গঞ্জিকা শব্দের অর্থ গাজা।

5। কথকের দিন চলে যায় কিভাবে?
➞ অসুখে, ধারদেনা তে অথবা সাধারণ ভাত-কাপড় এ কথকের দিন চলে যায়।

6। বাড়ি ফেরার পথে কথক কি কিনে আনেন?
➞ বাড়ি ফেরার পথে কথক গোলাপ চারা কিনে আনেন।

7। কথক কখন বাড়ি ফেরেন?

➞ কথক দুপুর রাতে বাড়ি ফেরেন।

8। সাধারণ মানুষ কিসে খুশি?
➞ সাধারণ মানুষ অল্পেতে খুশি।

9। কথকের রাগ চড়ে যায় কখন ও কেন?
➞ খাওয়ার সময় ঠান্ডা ভাতে নুন নেই বলে কথকের রাগ চড়ে যায়।

10। কথক রেগে গেলে কি করে?
➞ কথক রেগে গেলে সারা পাড়া মাথায় করেন।

11। কথক শুকনো ভাতে কিসের ব্যবস্থা চেয়েছেন?
➞ কথক শুকনো ভাতে লবনের ব্যবস্থা চেয়েছেন।

12। সবদিন বাজার হয় না - কেন?
➞ অর্থাভাবের জন্য সব দিন বাজার হয়না।

13। গোলাপ চারা কিনে আনার পর কথক কি ভাবছিলেন?
➞ কথক ভাবছিলেন ফুল কি হবেই তাতে বা কোথায় লাগাবেন সেই গোলাপ চারা।
Next Post Previous Post
StudyQuote.IN Subscribe our Youtube Channel
StudyQuote.IN Join our Telegram Group
StudyQuote.IN Join our WhatsApp Channel