একাদশ শ্রেণীর নুন কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Class 11 Bengali Nun Important Short Question Suggestions) [YEAR]
একাদশ শ্রেণীর নুন কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (Class 11 Bengali Nun Important Short Question Suggestions)
1। নুন কবিতার কবি কে?
➞ নুন কবিতার কবি হলেন জয় গোস্বামী।
2। নুন কবিতার মূল কাব্যের নাম কি?
➞ ভুতুম ভগবান।
3। নুন কবিতায় আমাদের বলতে কি বুঝিয়েছেন?
➞ নুন কবিতায় আমাদের বলতে বাপ বেটা অর্থাৎ সমস্ত দারিদ্র পীড়িত মানুষের প্রতিনিধি বাপ-বেটাকে বুঝিয়েছে।
4। গঞ্জিকা শব্দের অর্থ কি?
➞ গঞ্জিকা শব্দের অর্থ গাজা।
5। কথকের দিন চলে যায় কিভাবে?
➞ অসুখে, ধারদেনা তে অথবা সাধারণ ভাত-কাপড় এ কথকের দিন চলে যায়।
6। বাড়ি ফেরার পথে কথক কি কিনে আনেন?
➞ বাড়ি ফেরার পথে কথক গোলাপ চারা কিনে আনেন।
7। কথক কখন বাড়ি ফেরেন?
➞ কথক দুপুর রাতে বাড়ি ফেরেন।
8। সাধারণ মানুষ কিসে খুশি?
➞ সাধারণ মানুষ অল্পেতে খুশি।
9। কথকের রাগ চড়ে যায় কখন ও কেন?
➞ খাওয়ার সময় ঠান্ডা ভাতে নুন নেই বলে কথকের রাগ চড়ে যায়।
10। কথক রেগে গেলে কি করে?
➞ কথক রেগে গেলে সারা পাড়া মাথায় করেন।
11। কথক শুকনো ভাতে কিসের ব্যবস্থা চেয়েছেন?
➞ কথক শুকনো ভাতে লবনের ব্যবস্থা চেয়েছেন।
12। সবদিন বাজার হয় না - কেন?
➞ অর্থাভাবের জন্য সব দিন বাজার হয়না।
13। গোলাপ চারা কিনে আনার পর কথক কি ভাবছিলেন?
➞ কথক ভাবছিলেন ফুল কি হবেই তাতে বা কোথায় লাগাবেন সেই গোলাপ চারা।