একাদশ শ্রেণীর দ্বীপান্তরের বন্দিনী ছোট প্রশ্ন ও উত্তর (SAQ)

একাদশ শ্রেণীর দ্বীপান্তরের বন্দিনী ছোট প্রশ্ন ও উত্তর | Class 11 Bangla Notes Suggestions PDF

1। দ্বীপান্তরের বন্দিনী মূল কাব্যের নাম কি?

➞ ফনিমনসা

2। শস্ত্রপাণি বলতে কি বুঝিয়েছেন?
➞ অস্ত্র ধৃত হস্ত অর্থাৎ ইংরেজ সরকারের পুলিশ প্রশাসনকে বুঝিয়েছেন।

3। বীণার তন্ত্রী বলতে কি বুঝিয়েছেন?
➞ বীণার তন্ত্র বলতে স্বাধীনতার দাবি তথা মানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বরকে বুঝিয়েছেন।

4। রক্ষপুর বলতে কি বুঝিয়েছেন?
➞ ইংরেজ শাসিত ভারতবর্ষকে বুঝিয়েছেন।

5। বাণী যেথা ঘানি টানে নিস্বাধীন - এর অর্থ কি?
➞ মানুষের মুক্ত কণ্ঠস্বরকে রুদ্ধ করে রাখার অপচেষ্টা কে বোঝানো হয়েছে।

6। বিধির বেতার মন্ত্র বলতে কি বুঝিয়েছেন?
➞ স্বাধীনতার বার্তা কে বুঝিয়েছেন

7। বেদীকে শূন্য বলা হয়েছে কেন?
➞ কারণ বেদীতে অধিষ্ঠাত্রী দেশমাতা দ্বীপান্তরের বন্দিনী রয়েছে বলে।

8। জীবন চোয়ালে সেই ঘানি বলতে কী বোঝায়?

➞ দেশের জন্য আত্মত্যাগ এর ইতিহাস কে বোঝাতে চেয়েছেন।

9। ভারতের বন্দিদশা কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
➞ লঙ্কায় সীতার বন্দীদশার সঙ্গে তুলনা করা হয়েছে।

10। কবি কেন ঢাক ও শাঁখ বাজাতে বলেছেন?
➞ কারণ কবির মতে দ্বীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণিপাক লেগেছে।

11। ভারত ভারতী বলতে কাকে বুঝিয়েছেন?
➞ দেশ মাতাকে বুঝিয়েছেন।

12। শতদল বলতে কি বুঝিয়েছেন?
➞ স্বাধীনতার দাবি বা প্রতিবাদকে বুঝিয়েছেন।


Next Post Previous Post
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now
YouTube Channel
Subscribe
Subscribe on YouTube Subscribe our Youtube Channel
Join Telegram Group Join our Telegram Group
Join WhatsApp Channel *Don't worry, Your mobile number is totally safe.