উষ্ণ সীমান্ত ও নিম্ন সীমান্তের পার্থক্য

উষ্ণ সীমান্ত ও নিম্ন সীমান্তের মধ্যে পার্থক্য

উষ্ণ সীমান্ত ও নিম্ন সীমান্তের মধ্যে পার্থক্য

বিষয় উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত
সংজ্ঞা উষ্ণ বায়ু শীতল বায়ুকে যে তল বরাবর স্থানচ্যুত করে, তাকে উষ্ণ সীমান্ত বলে। শীতল বায়ু উষ্ণ বায়ুকে যে তল বরাবর স্থানচ্যুত করে তাকে শীতল সীমান্ত বলে।
প্রকৃতি এটি মৃদু ঢাল যুক্ত তির্যক প্রকৃতির হয়। এটি খাড়া ঢালযুক্ত উত্তল প্রকৃতির হয়।
বায়ুর প্রকৃতি উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুকে ধীরগতিতে স্থান যুক্ত করে। শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুকে দ্রুত স্থান চুত করে।
তাপের ও চাপের পরিবর্তন এখানে তাপ ধীরে ধীরে বাড়ে এবং চাপ দ্রুত কমে। এখানে উষ্ণতা দ্রুত কমে ও চাপ ধীরে ধীরে বাড়ে।
মেঘাচ্ছন্নতা এখানে অল্টোস্ট্রাটাস ও নিম্বোস্ট্রাটাস মেঘের সৃষ্টি হয়। এখানে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়।
আবহাওয়ার প্রকৃতি এখানে ঝড়-ঝঞ্ঝা ও ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়।

Post a Comment

এই তথ্যের ব্যাপারে আরো কিছু জানা থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে এখানে লিখতে পারেন ।