Telegram Group Join Now

লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো

লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো

লবণাম্বু উদ্ভিদের বৈশিষ্ট্য গুলি হল - 

1. উষ্ণতা ও বৃষ্টিপাতের যথেষ্ট তারতম্যের সঙ্গে অভিযোজন ঘটিয়ে অতিরিক্ত লবণাক্ত মাটিতে এরা বাঁচতে পারে।
2. এই উদ্ভিদ কাষ্ঠল ও বিরুৎ দুই শ্রেণীর হয়।
3. এদের মূল গুলি শাখা প্রশাখায় বিন্যস্ত থাকে এবং মাটিতে দাঁড়িয়ে থাকার জন্য কতগুলি ঠেশ মূল রূপে কাজ করে।
4. বীজের অঙ্কুরোদগম মাটির বদলে গাছে থাকাকালীন ফলের মধ্যেই হয়ে থাকে একে জরায়ুজ অঙ্কুরোদগম বলে।
5. গাছের পাতাগুলি পাতলা ছোট ও চামড়ার মত শক্ত হয়।
6. পাতাগুলি পর্যাপ্ত পরিমাণে জল সংগ্রহ করে রাখে।
Next Post Previous Post

×