মাটির PH বলতে কি বোঝ এবং PH এর গুরুত্ব লেখ
মাটির PH বলতে কি বোঝ এবং PH এর গুরুত্ব লেখ ।
ল্যাটিন শব্দ P থেকে Pondus এর অর্থ ওজন এবং H এর অর্থ হাইড্রোজেন ক্যাটায়ণ। অর্থাৎ pH হলো 1 লিটার দ্রবণে সক্রিয় বা মুক্ত হাইড্রোজেনের পরিমাণ।
pH স্কেল :
১৯০৯ সালে সুইডিস বিজ্ঞানী সোরেন সন মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নির্ধারণে pH স্কেল উদ্ভাবন করেন।
এটি 0 - 14 পর্যন্ত সমান ভাগে বিভক্ত। pH এর মান 7 এর কম হলে মাটি অম্ল হয়, pH এর মান 7 এর বেশি হলে মাটি ক্ষারকীয় হয় এবং pH 7 হলে মাটি প্রশম হয়।
গুরুত্ব :
১. মাটির জীবাণুদের নিয়ন্ত্রণ :
PH খুব বেশি হলে জীবাণুর কর্মদক্ষ বেড়ে যায় এবং pH কম হলে মাটিতে নাইট্রোজেন ব্যাক্টেরিয়ার সংখ্যা বেড়ে যায়।
২. উদ্ভিদে পুষ্টিমৌলের যোগান :
মাটির pH বাড়লে Ca, Mg, বৃদ্ধি পেয়ে গাছের বৃদ্ধি ঘটে আবার খুব কম হলে মাটিতে তামা ও দস্তার পরিমাণ কমে যায়।
৩. উদ্ভিদের ক্ষতিকর প্রভাব:
অম্ল মাটিতে Fe, Al ইত্যাদি খনিজগুলো যত বেশি থাকে উদ্ভিদের ক্ষেত্রে বিষের মত কাজ করে। যেমন pH 4.5 এর কম হলে ম্যাঙ্গানিজের বিষক্রিয়া শুরু হয়।
৪. মাটির ভৌতোধর্মের ওপর প্রভাব:
মাটির pH 8.5 এর বেশি হলে মাটির কলোয়েড কণা ভেঙে যায় ফলে মাটির গঠন ক্ষতিগ্রস্থ হয়।